মাইক্রোসফট অফিস ২০১৬ সফটওয়্যারটি ইনিশিয়ালি রিলিজ হয়েছে ২০১৫ সালের ২২শে সেপ্টেম্বর, তবে এর স্টেবল ভার্শনটি রিলিজ হয়েছে ২০১৬ সালের ১০ই মে। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন এক্টিভেশন ফাইলসহ মাইক্রোসফট অফিস ২০১৬ এর এই স্টেবল ভার্শনটি। অর্থাৎ এই সফটওয়্যারটি ইন্সটল করার ৩০ দিন পর আর আপনাকে বারবার মেয়াদ শেষ হয়ে যাবার বিরক্তিকর নোটিশটি দেখাবে না।
আাপনি নিশ্চয়ই মাইক্রোসফট অফিসের নতুন ভার্শন মাইক্রোসফট অফিস ২০১৬ ব্যবহারের জন্য উন্মুখ হয়ে আছেন !!
তাহলে আর দেরি কেন !! নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর ইন্সটলেশনের প্রক্রিয়া দেখার জন্য নিচের দিক নির্দেশনা অনুসরন করতে পারেন।
ধাপ ১ঃ প্রথমে উপরের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ধাপ ২ঃ ডাউনলোড করার পর জিপ ফাইলটি আনজিপ করুন।
ধাপ ৩ঃ ফোল্ডারের ভেতর একটি .iso ফাইল দেখতে পাবেন। এবার ঐ ফাইলটিকে আবারও আনজিপ করুন। নিচের ছবিতে দেখুন।
ধাপ ৪ঃ আনজিপ করার পর নিচের ছবির মতো দেখতে পাবেন। এখন OInstall.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। নিচের ছবির মতো একটি পপআপ বক্স আসবে। ছবিতে দেখানো অনুযায়ী ফিল্ডগুলোতে টিক মার্ক দিন। Architecture এর ফিল্ডটি হলো আপনার অপারেটিং সিস্টেমের জন্য। আপনি যদি ৩২বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে x32 সিলেক্ট করুন আর যদি ৬৪বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে x64 সিলেক্ট করে Install Office বাটনে ক্লিক করুন, ইন্সটলেশন শুরু হয়ে যাবে।
ধাপ ৫ঃ সম্পূর্ণ ইন্সটল না হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন
ধাপ ৬ঃ সম্পূর্ণ ইন্সটল হওয়ার পর নিচের ছবির মতো করে একটি একটি ধাপ অনুসরণ করুন।
ধাপ ৭ঃ এবার আপনার মাইক্রোসফট অফিস ওপেন করে একাউন্টে যান, Product Activated মেসেজ দেখতে পাবেন। নিচের ছবিতে দেখুন আমার পিসিতে Product Activated মেসেজ শো করছে।
তাহলে আর দেরি কেন? এখনি আপনার অতীব কাঙ্খিত মাইক্রোসফট অফিস ২০১৬ ডাউনলোড করে নিন আর উপভোগ করুন মাইক্রোসফট অফিসের লেতেস্ট সব ফিচারস।
টিউনটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করতে ভুলবেন না। অন্যদেরও মাইক্রোসফট অফিস ২০১৬ এর নতুন সকল ফিচারস উপভোগ করতে সাহায্য করুন।
নতুন সকল প্রিমিয়াম সফটওয়্যার, থিমফরেস্টের প্রিমিয়াম থিম, প্লাগিনসহ আরও অনেককিছু পেতে ঘুরে আসতে পারেন আমার সাইট থেকে।
আমি বাপি কিশোর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Amar SuDhu Key ta Lagbe Vai De??