বিসমিল্লাহির রহমানির রাহিম
আমি মো:জাহিদুল ইসলাম (জিহাদ) টেকটিওনস কমিউনিটিদের কাছে নতুন আরেকটি টিওন নিয়ে হাজির হলাম।সেটি হল বহুনির্বাচনী উত্তরপত্র ডাওনলোড করে নিতে।তো শুরু করা যাক।
প্রথমে হচ্ছে আপনি এই উত্তরপত্র দিয়ে কি করবেন।
আমরা যেসকল পরীক্ষাগুলো দেই,সেগুলোতে বহুনির্বাচনী প্রশ্নের জন্য আলাদা একটা প্রশ্নপত্র দেওয়া হয় যেটিতে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে উত্তর দেয়ার চেষ্টা করি।কিন্তু প্রশ্ন পত্র দেয়া হয় না।যাতে করে আমরা আমাদের উত্তর পরর্বতীতে যাচাইয়ের সুযোগ পাই না।কিন্তু পাবলিক পরীক্ষাতে আলাদা উত্তরপত্র দেয়া হয়,যাতে করে আমরা উত্তরপত্রে উত্তর দিয়ে প্রশ্নপত্র নিয়ে যেতে পারি।আমার টিওনটি মূলত এই ধাচেরই একটা উত্তরপত্র নিয়ে।
তো আপনি এটা দিয়ে কি করবেন।
যদি আনি শিক্ষার্থী হন তাহলে আপনি উত্তরপত্রটি ডাওনলোড করে প্রিন্ট করে আপনি ঘরে বসে মডেল প্রশ্ন দিয়ে যাচাই করে নিতে পারেন প্রস্তুতি।এছাড়া আপনি যদি কোনো শিক্ষক/ কোচিং সেন্টারের শিক্ষক/প্রাইভ্টে টিওটর হন তাহলে আপনি আপনার ছাত্রদের পরীক্ষা নেবার সময় এটি সার্ভ করতে পারেন।এছাড়াও আপনি যদি কেনো বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনার বিদ্যালয়ের ছাত্রদের পরীক্ষাতে বহুনির্বাচনী প্রশ্নের সাথে এই উত্তর পত্রটি দিতে পারেন।যাতে তারা প্রশ্নপত্র বাড়িতে নিতে পারে।
আমি আপনাদের সাথে ডাওনলোড লিংক শেয়ার করার আগে আমি বলে রাকি আমি রার ফাইল এ (পিডিএফ,অআই) ফরমেট রেখেছি এবং রার ফাইলটি পসিওয়ার্ড প্রোটেকটেড করে রেখেছি।ভয় পাবেন না।আমি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এমনটা করি নি।শুধু মা্ত্র নিরাপত্তার জন্য।এবং এর পিছনে আমার দুটি যুক্তি আছে।
আপনারা আপনাদের ফেইসবুক একাওন্ট,ইমেইল এড্রেস টিওমেন্টে এ দিতে পারেন।যাদের টেকটিওনস একাওন্ট নেই তারা ফেইসবুকে যেগাযোগ করতে পারেন।আমি আবারো বলছি ব্যক্তিগত লাভের জন্য আমি পাসওয়ার্ড দেইনি। আপনাকে মেসেজের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে দেয়া হবে।
প্রাপ্ত পাসওয়ার্ড টিওমেন্টে জানাতে পারবেন না।জানালে চেইনজ করে দেয়া হবে।
ডাওনলোড করে নিন নিচের লিংক খেকে
সবাইকে ধন্যবাদ
আমি মোঃজাহিদুল ইসলাম জিহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।
Thanks brother. my email id : [email protected]