মে দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সিম্ফোনী মোবাইল এর পিসি সুইট এবং ওয়াল্টন মোবাইল এর পিসির জন্য ইউএসবি ডিভাইস ড্রাইভার, যেটা দিয়ে আপনী আপনার স্মার্ট ওয়াল্টন ফোন দিয়ে ইজিলি ইউএসবি টিথারিং করে নেট চালাতে পারবেন।
সিম্ফনী পিসি সুইটঃ(Symphony PC suite) এই পিসি সুইট টি আমার ব্লগ থেকে এপর্যন্ত ৪৩০০+ ডাউনলোড হয়েছে। আপনিও রাখতে পারেন। সাইজ মাত্র ১৭ এম্বি। মিডিয়াফায়ার এ আপলোড করা আছে। কঝামেলাহীন ডাউনলোড করতে পারবেন।
ওয়াল্টন ইউএসবি ড্রাইভার :(Walton USB Driver for mobile and Desktop) আপনার পিসিতে অনেক সময় ওয়াল্টন মোবাইল ইউএসবি দিয়ে কানেক্ট হয় না বা আলাদা ইউএসবি ড্রাইভার দিয়ে কানেক্ট করতে হয়। আপনাদের এই সমসস্যার সমাধান নিন। এর আর একটা সুবিধা হলো, ওয়াল্টন মোবাইল দিয়ে ইউএসবি দিয়ে নেট চালাতে আপনার পিসি সুইট দরকার হবে না। ইউএসবি টিথারিং করেও খুব সহযে নেট চালাতে পারবেন পিসিতে। এটিও মিডিয়া ফায়ারে আপলোড করা আছে। সাইজ ২৪.৪৩ এম্বি মাত্র।
আপনাদের যদি কোনো সমস্যা হয়, দেখতে পারেন ইউটিউব এর ভিডিওতে। বিস্তারিত দেয়া আছে ইউটিউবে, সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার চ্যানেলে।
আজ ভালো থাকবেন। দেখা হবে সামনে।
ওয়াল্টন ইউএসবি ড্রাইভার :(Walton USB Driver for mobile and Desktop) আপনার পিসিতে অনেক সময় ওয়াল্টন মোবাইল ইউএসবি দিয়ে কানেক্ট হয় না বা আলাদা ইউএসবি ড্রাইভার দিয়ে কানেক্ট করতে হয়। আপনাদের এই সমসস্যার সমাধান নিন। এর আর একটা সুবিধা হলো, ওয়াল্টন মোবাইল দিয়ে ইউএসবি দিয়ে নেট চালাতে আপনার পিসি সুইট দরকার হবে না। ইউএসবি টিথারিং করেও খুব সহযে নেট চালাতে পারবেন পিসিতে। এটিও মিডিয়া ফায়ারে আপলোড করা আছে। সাইজ ২৪.৪৩ এম্বি মাত্র। ওয়াল্টন ইউএসবি ড্রাইভার :(Walton USB Driver for mobile and Desktop) আপনার পিসিতে অনেক সময় ওয়াল্টন মোবাইল ইউএসবি দিয়ে কানেক্ট হয় না বা আলাদা ইউএসবি ড্রাইভার দিয়ে কানেক্ট করতে হয়। আপনাদের এই সমসস্যার সমাধান নিন। এর আর একটা সুবিধা হলো, ওয়াল্টন মোবাইল দিয়ে ইউএসবি দিয়ে নেট চালাতে আপনার পিসি সুইট দরকার হবে না। ইউএসবি টিথারিং করেও খুব সহযে নেট চালাতে পারবেন পিসিতে। এটিও মিডিয়া ফায়ারে আপলোড করা আছে। সাইজ ২৪.৪৩ এম্বি মাত্র।
আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।