আসসালামু আলাইকুম। বেশি দিন তো হয়নি। মাত্র তিন-চার বছর আগে আমাকে প্রচন্ড দুঃখ দিয়ে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল আমার প্রিয় চ্যানেল ডিজনি ও ডিজনি এক্সডি। তারপর এশিয়ান টিভি বাংলায় ডাবিং করলো, হায়রে ডাবিং! ভয়েস শুনলে মনে হয় ফুজিকো ফুজিও দেখলে হার্ট ফেল করতেন। আর মনে হয় বেছে বেছে সবচেয়ে বাজে পর্বগুলোই ডাব করেছে। যাই হোক, বরং বাদ দিই সেই কাসুন্দি। আসল কথায় আসি। Bangla Book’s Direct Link নামক একটি ফেসবুক গ্রুপ এবার উদ্যেগ নিয়েছে ডোরেমনের কমিকসগুলো বাংলা করার। ডোরেমনের কমিক্স, যা ফুজিকো ফুজিওর অরিজিনাল ভার্সন সেগুলোর কথাই বলছি। ডিজনি টিভিতে যে পর্বগুলো দেখাত, ওগুলো কিছুটা পরিবর্তিত করা হয়েছে। জাপানী কমিক্সকে ওদের ভাষায় Manga বলা হয়। ডোরেমনের Manga গুলো ইংরেজী করা হয়েছে অনেক আগেই। তবে বাংলা খুজেঁ পাবেন না। কারণ বাংলা অনুবাদ করাই হয়নি। আর বাজারে যেগুলো পাওয়া যায়, ওগুলোর কথা না তোলাই উত্তম। তবে শুরু হয়ে গেছে বাংলা অনুবাদের কাজও। ইংরেজি ভার্সন থেকে করা হচ্ছে বাংলা। প্রথম এপিসোড আগেই শেষ হয়েছে (লিংক)। আর আজ দিচ্ছি দ্বিতীয় আর তৃতীয় পর্ব। জাপানী Manga ডান থেকে বামে পড়তে হয়। আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে। প্রথমে একটু কষ্ট হবে। তবে অভ্যাস হয়ে যাবে। ২য় পর্ব: প্রোফেসি অব ডোরেমন(ডোরেমনের ভবিষ্যৎবাণী) অনুবাদক: মহিদুল ইসলাম নোমান সাইজ: ৭৪৫ কিলোবাইট ধরণ: পিডিএফ ডাউনলোড: ডাটাফাইলহোস্ট ৩য় পর্ব: পরিবর্তনকারী বিস্কুট অনুবাদক: তাহমিদ হাসান মুত্তাকী সাইজ: ১.৪ মেগাবাইট ধরণ: পিডিএফ ডাউনলোড: ডাটাফাইলহোস্ট আস্তে আস্তে অন্যান্য ভলিউমও আসবে ইংশাআল্লাহ। ডোরেমন সম্বন্ধে: এটি ফুজিকো ফুজিও কতৃক রচিত একটি জাপানী MangaManga। যা সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয়। মায়েদের স্টার জলসা দেখা হত বিরত রাখতে শিশুদের সাহায্য করেছে কমিক্সটি। এই কমিক্সের উপর নির্মিত কার্টুনের জ্বালায় অনেক মা-ই স্টার জলসা দেখতে বাঁধাগ্রস্থ হত। আর তাছাড়াও কার্টুনটি নতুন একটি ভাষা শিখতে সহায়তা করেছিলো, যা খুবই ভালো। তবে এটি এদেশে এখন নিষিদ্ধ। খুব সম্ভবত স্টার জলসা দেখতে না পেয়ে নিষিদ্ধের প্রস্তাব আনা হয়েছিলো। ঘুরে আসতে পারেন আমার ব্লগ: গ্রিন রেঞ্জারস+
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।