সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেকটিউনসে আমার দ্বিতীয় টিউন্স। শিরোনামটি দেখেই হয়তো এতক্ষণে বুঝে গেছেন কি নিয়ে আমার আজকের এই টিউন 😉
ইংরেজিতে আমরা চোখ ধাঁধানো হরেক স্টাইলের ফন্ট দেখি। নানান ধরণের ডিজাইনে ব্যবহার করার মত হাজারো স্টাইলে সমৃদ্ধ ইংরেজি ফন্ট। অথচ বাংলা ফন্টে ঠিক তার বিপরীত। একটা ডিজাইন নিয়ে বসলেই স্টাইলিশ ফন্টের অভাব 😥 এই অভাববোধ থেকেই আমার বাংলা ফন্ট নিয়ে কাজ করা শুরু। নতুন স্টাইলের বাংলা ফন্ট ‘চারু চন্দন’ এবং ‘চারুকলা’ সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করার পর এবার চেষ্টা করেছি বাংলা ফন্টে আরো একটু নতুন কিছু করার। তাই এবার 3D 😎
বাংলা ফন্টে 3D স্টাইল; ব্যাপারটি এতোদিন কেউ গুরুত্ব সহকারে ভেবেছেন বলে মনে হয়না। কিংবা ভেবে থাকলেও কেউ এধরণের নতুন স্টাইলের বাংলা ফন্ট তৈরির উদ্যোগ নিয়েছেন বলে আমার জানা নেই। প্রথম থেকেই ভেবেছিলাম স্টাইলিশ বাংলা ফন্টের খরা কাটাবো। গতানুগতিক স্টাইল থেকে বেরিয়ে একেবারেই নতুন কিছু করবো। আনকোরা কিছু। আর তাই ‘চারু চন্দন’ ‘চারুকলা আল্ট্রা লাইট’র মতো নতুন স্টাইলের ফন্টগুলো তৈরি করেছি। তারই ধারাবাহিকতায় এবার তৈরি করে ফেললাম বাংলায় 3D স্টাইল। আমার তৈরি প্রথম ফন্ট ‘চারু চন্দন’র 3D ভার্সন।
আর কথা বাড়াচ্ছিনা 😀 ফন্টটি ঝটপট ডাউনলোড করে ব্যবহার শুরু করে দিন আপনার যে কোনো ডিজাইনে। বাংলা থ্রিডি স্টাইলের ফন্ট দিয়ে আপনার ডিজাইন কে করে তুলুন থ্রিডিময় 😉
ফন্টটির ডাউনলোড লিংক – http://www.charuchandan.com
আর হ্যা, ফন্টটি নিজে ব্যবহার করুন এবং অবশ্যই শেয়ার করুন আপনার ডিজাইনার বন্ধুটির সাথে। শুভকামনা 🙂
আমি চন্দন আচার্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।