সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার ২য় টিউন। অনেকেই হয়ত জানেন এই software সম্পর্কে তবে যারা জানেন না তারা এই টিউন থেকে জেনে নিতে পারেন।
যারা নিজের নাম রং-চঙিয়ে প্রকাশ করতে চান এবং বিভিন্ন কাজে text effect ব্যবহার করতে চান তাদের জন্য নি:সন্দেহে একটি ভালো software word artist. আর এই word artist এর সাথেই আজ আপনাদের পরিচয় করিয়ে দিব।
এতে প্রায় ২০০ টির মত text effect আছে। গুগলের লোগো, ABC ব্লক, কার্টুন, gold, silver,bronze,copper ইত্যাদি ইত্যাদি স্টাইলে text নানান রঙে সাজানো যাবে। এছাড়া text - এ 3D effect ব্যবহার এবং rotate করা যাবে। ছবি select করে তার ওপরও text বিভিন্ন effect-এ সাজানো যায়।
আর এর ব্যবহার বিধিও সোজা। প্রথমে এখান থেকে মাত্র ৫২৭ kb খরচ করে ডাউনলোড করে ইনস্টল করে নিন। তারপর word artist চালু করে চাইলে কোন image সিলেক্ট করে আপনার text টি নিচের লাল দাগ দেওয়া জায়গায় লিখুন।
এরপর angle কমিয়ে বাড়িয়ে আঁকাবাঁকা করে এবং বিভিন্ন effect-এ রাঙিয়ে তুলুন আপনার text.
আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok
khub sundor jinish uphar dilen. Thank you.