ইউন্ডোজ7 এক্টিভেটর ও নতুন ও পুরাতন মুভি রিভিউ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন অবশ্যই! আমিও ভালো আছি। অনেক দিন হলো টেকটিউনস এ কোন ধরনের টিউন করার সময় পাই না। যাই হোক আজ সময় পেলাম তাই করে ফেললাম। যারা উইন্ডোস ৭ নিয়ে ঝামেলায় আছেন তাদের সমাধান প্রথমেই রাখলাম আর মুভি প্রেমমিদের রিভিউটা ২য় নাম্বারে রাখলাম।  বিস্তারিত নিচের চিত্রটা একবার দেখুন।

আমরা বাঙ্গলী তাই আমাদের যে কোন সফটওয়্যার ব্যবহারের জন্য  জেনুইন এর প্রয়োজন হয় না। যদিও হয় সেগুলো কিভাবে করবো সেটা আমরা খুব ভালোভাবেই জানি। এবার আপনার মনে অবশ্যই প্রশ্ন উঠতে পারে এটা তো জেনুইন না এই জন্যই ম্যাসেজ শো করে। আর যারা জানেন তারা তো বলতেই পারবেন ছোট্ট একটা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমেই আমরা এটাকে জেনুইন করে নিতে পারি। কোন প্রকার ঝামেলা ছাড়াই। সফটওয়্যারটা ডাউনলোড করতে এখানে ক্লিক করতে পারেন। যদি এখান থেকে না পারেন তাহলে কমান্ডস বক্সে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। ইনষ্টল এ কোন ঝামেলা হলে আমাকে ম্যাসেজ করতে পারেন। আমি ফেসবুকে আছি।

Click here to Download : windows ActivatoR

এবার আসি আমার প্রিয় কিছু মুভির কাহিনি নিয়ে। যে গুলো বছরে খুব হিট করছে। কোনটি জাতীয় পুরস্খারও পাইছে। সেই সব ছবি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে মুভি দেখলেই তো আর হবে না। গল্পটা তো বুঝতে হবে।

০১। নির্বাসিত (২০১৪) ঃ এই মুভিটার কথাই সবার আগে চলে আসে। কেননা এটা জাতীয় পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ভারতীয় বাংলা ছবি। এই ছবিটার গল্পনাটা একজন লেখককে নিয়ে এবং তার পোষা বিড়ালকে নিয়ে। লেখকের একটা লেখার প্রতিবাদের ফলে লেখককে দেশ থেকে ণিশিদ্ধ করা হয় এবং অন্য যেই রাষ্ট্রে রাখা হয় না কেন সেখানেও সে কড়া নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্যে থাকে। তার সাথে কথা বলা বা বন্ধু বলতে তার ঐ বিড়াল। যাই হোক লেখক গোপনে একটা মেইল করে তার পাশের বাসার এক ভদ্্র লোককে যে “ তিনি যেন তারা বিড়ালটাকে তারা ঠিকানায় পাঠিয়ে দেয়”। এখন সমস্যা হলো এই বিড়াল কিভাবে যাবে এবং কোন উপায়ে যাবে। এই নিয়ে মন্ত্রিসভায় তো তর্ক যায় এবং তারা এটাকে নিয়ে ইউএস অ্যামবাসির সাহায্য চায়।  শেষে একটা উপায় বের করা হলো। বিড়ালের পাসপোর্ট করা হলো এবং ভেরিঠিকেশন হলো অবশেষে বিড়াল অসুস্থ্য হয়ে পড়ল। শেষ পর্যন্ত বিড়াল আর লেখক এর কাছে যেতে পারে নি আর লেখক ও নিজের দেশে আসতে পারি নি। সে শুধু জায়গা বদলায় কিন্তু সে আর কোন স্বাধীনতা পায় না।

০২। Ghayal Once Again (২০১৬) ঃ এই মুভিটির কথা এ বছর না বললেই নয়। এই মুভিটি এই বছরের মধ্যে অনেক হিট হয়েছে। এবং এটা গল্পটা এই রকম। এক ব্যবসায়ীর ছেলে পুলিশ কমিশনারকে মেরে ফেলে এবং সেটার ডকুমেন্ট পায় একটি ছাত্রী যে কি না ভিডিও এডিটিং এর কাজ করে। সে ঐ ডকুমেন্ট টাকে পেয়ে তার এক বন্ধুকে জানায় এবং সে তার বাবাকে জানায়। তারা বাবা একজন উকিল। তারা বাবা ঐ ব্যবসায়ীর কাছে যায় এবং ভিডিওটি দেখায়। কিন্তু ঐ লোক দেখে তারা ছেলেকে মারা হুমকি দেয়। যারা জন্য ঐ ভদ্রলোক কাউকে কিছু বলে না এবং ছেলেকে কিছু বলতে বারন করে দেয়। ছেলে এটাকে মানতে পারে না। তাই তার বন্ধুরা মিলে সানি দেওলকে জানায়। যিনি ছুবির মুল নায়ক এবং তার চরিত্র একজন পুলিশ হিসাবে। ঐ ছাত্রীর এবং তার বন্ধু মিলে সাানি দেওলকে বিষয়টি বলে। তখন ঐ ব্যবসায়ী ব্যাপারটা টের পেয়ে যায় এবং ওদের মেরে ফেলা ও কম্পিউটার হ্যাকিং ইত্যাদি ঘটনা ঘটতে থাকে।  এই ছবিটা িগল্পর দিকে থেকে অনেকটা এগিয়ে আছে। কেননা এখানে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে টাকা থাকলে কি করা যায়।

০৩। হ্যাট স্টোরি ৩ ঃ এই মুভিটি সম্পূর্ণ এক ব্যবসায়ীর প্রেমিক নিয়ে হয়েছে। প্রেমিকাকে পাওয়ার জন্য এবং তার সম্পত্তি পাওয়ার জন্য তাকে ব্রিফকেস এর মধ্যে টাইমবোম দিয়ে মারা হয়। কিন্তু ঘটনাক্রমে তিনি বেচে যান। তিনি বেচে গেলেও সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েন। যা কিনা তার বন্ধু তাকে সক কিছু ফিরিয়ে দিতে সাহার্য করে।

০৪। Mastizaade (2016)ঃ sunny leone এই মুভিতে অভিনয় করেছেণ। এই মুভিটি সম্পূর্ণ ফান। তবে এটার গল্প আমার কাছে ভালো লাগে নাই। তাই আমি শেয়ার করতে পারলাম না।

০৫। Deadpool-2016 ঃ  ডেটপুল এই ছবিটা গড়ে উঠেছে একটি ঔষধ নিয়ে। যা দেয়া হয় এই ছবির মুল নায়ককে। এই ছবির নায়ক এর মুখমন্ডল ঐ ঔষধের ফলে নষ্ট হয়ে যায়। তাই তিনি এর পতিশোধ নিতে বার তার সাহায্যকারী হিসাবে দুই জনকে নিয়ে জান। এবং তিনি সফল হণ।

যাইহোক অনেক গল্প করলাম মানে আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আগামী টিউনে হবে। আর হ্যাঁ মুভি ডাউনলোড ও সফটওয়্যার ডাউনলোড করতে নিচের বক্স্রে লিঙ্ক দেয়া আছে দেখতে পারেন।

আমি ফেসবুকে আছি আব্দুল হাকিম for

new movie

Level New

আমি আব্দুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস