অনেক তো খেলছেন নীড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড পিসিতে। চলুন এবার মোবাইলে খেলি। মোটামুটি ভাল মানের আন্ড্রয়েড ফোনেই চলবে গেমটি। তবে নিচের স্পেসিফিকেশন মিললে খুবই আরামে খেলতে পারবেন। অফলাইনে খেলার গেম। একবার সেটাপ করে নিলে আর ঝামেলা করবে না। আমি নিজে চালাচ্ছি তাই সিউর করে বলতে পারছি। বেশি কথা না বাড়িয়ে চলুন বিষদ আলোচনায়।
মিনিমাম রিকয়ারমেন্টঃ
এই ২টা মিললে আরামে খেলতে পারবেন।
নিয়মাবলীঃ
আমি নেক্সাস ৪ এ চালাচ্ছি। এই প্রসেস ফলো করেই। সমস্যা হয়নি। যদি সমস্যা হয় তবে এখানে গিয়ে টিউমেন্ট করবেন প্লীজ। তবে আশা করি যেন এই কষ্ট কাউকে করতে না হয়।
ধন্যবাদ।
মুনীর
ওউনার
Easy Tricks and Tips
Follow Me on G+
আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।