কম্পিউটার এ কাজ করতে গেলে মাঝে মধ্যে দেখবেন, বাংলা টু ইংলিশ ডিকশনারী খুব প্রয়োজন হয়। আমাদের দেশে বাংলা একাডেমীর ইংলিশ টু বাংলা ডিকশনারী কে সবচেয়ে ভালো ডিকশনারী হিসাবে ধরে নেয়া হয়। তো আপনাদের জন্য নিয়ে এলাম বাংলা একাডেমীর ইংলিশ টু বাংলা ডিকশনারী।
কোন শব্দের অর্থ জানা না থাকলে সেক্ষেত্রে মুহূর্তেই সেই শব্দের অর্থ খুঁজে বের করতে ডিকশনারির জুড়ি নেই। যারা লেখাপড়া করেন বা যাদের নিত্য নতুন শব্দের অর্থ শেখার শখ তাদের কাছে ডিকশনারি অতি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। ডিকশনারি দুই প্রকার হতে পারে। কাগজে মুদ্রিত আর প্রোগ্রামে লিখিত। বর্তমানে কম্পিউটার বা অন্য কোন আধুনিক ডিভাইজে ব্যবহার উপযোগী ডিকশনারি বহুল জনপ্রিয়। আজ আপনাদের সাথে আমার কাছে থাকা বাংলা থেকে বাংলা / ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার একটি ডিকশনারি শেয়ার করবো। যারা প্রয়োজন মনে করেন তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
সফটওয়ার ধরণঃ ডিকশনারি
যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে এখানে ক্লিক করুন।
বই ডাউনলোড করতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়েল টি দেখতে পারেন।
ইবুক সম্পর্কে নতুন আপডেট পেতেবাংলা ইবুক ফ্যান পেজে যোগ দিতে পারেন। নতুন বই পাওয়া মাত্র এখানে আপডেট দেয়া হয়।
গুগল প্লাসে ও আমাকে ফলো করকে পারেন এখান থেকে।
ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন। বেশি করে বই পড়ুন আর জ্ঞানের পরিধিকে প্রসারিত করুন।
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।