হাতে কলমে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শেখার দারুন দুইটি বই

ভাষাদিবসের শহিদদের প্রতি মাগফিরাত কামনা করে শুরু করছি আজকের টিউন।

 

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে ধারাবাহিক পরিবর্তনের মধ্যমে একটি ওয়েবসাইটের উন্নতি সাধন করা। তুলনামূলক এই কাজটি অন্যান্য কাজের থেকে দ্রুত শেখা যায় ঠিকভাবে এগুলে। এবং মজার বিষয় শেখার শুরুর সময় থেকেই অল্পবিস্তর আয় করা সম্ভব এটি থেকে। আমি প্রায় ৪ বছর ধরে আপওয়ার্কে(পূর্বের ওডেস্ক) নিয়মিত কাজ করছি। আমার অভিজ্ঞতায় এসইও কাজ প্রচুর মার্কেটপ্লেস গুলোতে কিন্তু একটাই সমস্যা প্রতিযোগিতা প্নেক। একটা কাজে অনেক বিড হয়ে থাকে। কাজে দক্ষ, পরিশ্রমি এবং লেগে থাকার মানসিকতা না থাকলে সফলতা অসম্ভব এই সেক্টরে। তাই যারা নতুন বলব না শিখে কাজ নয়। আগে শিখুন তারপর নামুন, পরিশ্রম করুন ইনশা আল্লাহ সফলতা আসবেই। আজকে আমি নিয়ে এলাম সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন নিয়ে সেরা দুইটি বই। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর উপর এমন কোন জিনিস নেই এখানে বলা হয় নি। হাতে কলমে শেখানো হয়েছে বই দুটোতে।

যদি মনোযোগের সাথে বই দুটি পড়েন অনেক কিছু শিখতে পারবেন এবং কাজেও লাগাতে পারবেন।

প্রথম বইটির নাম টিচ ইওউরসেলফ ভিজুয়ালি সিরিজের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন

 

 

বইটি পড়তে পারেন এখান থেকে টিচ ইওউরসেলফ ভিজুয়ালি সিরিজের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন

 

 

 

 

দ্বিতীয় বইটির নাম দ্য আর্ট অফ এসইও মাস্টারিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

 

 

 

 

বইটি পড়তে পারেন এখান থেকে মাস্টারিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

 

 

 

 

 

 

মনোযোগের সাথে বই দুটি পড়ে দেখুন, বেশি বেশি প্রাক্টিস করুন। সফলতা আসবেই। আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ।

 

 

 

 

Level 0

আমি ডাউনলোড মনস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ। বাংলায় কিছু বই দিন

clash of clanes…..Join my Clans
THE LION STATE

Level 0

Software download option kothay?????????????????