এই ভাষা দিবসে বাংলা সাবটাইটেল দিয়ে দেখুন বেটার কল সল

মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
আপনাদের কি সল গুডম্যানের কথা মনে আছে?
না, উনি ৫২ সালের শহীদ না -_- সল ছিলেন ব্রেকিং ব্যাড সিরিয়ালের এক দুধর্ষ উকিল :3
২০০৮ থেকে ৬ বছর ধরে চলা এই অলটাইমক্লাসিক ব্রেকিং ব্যাডের সল গুডম্যানকে প্রধান ভূমিকায় নিয়ে ভিন্স গিলিগান গত বছর শুরু করেন ব্রেকিং ব্যাডের প্রিকুয়্যেল বেটার কল সল। আজ দিচ্ছি বেটার কল সলের ১০ পর্বের প্রথম সিজনের বাংলা সাবটাইটেল 🙂

প্রথম কথা হচ্ছে, আপনার যদি ব্রেকিং ব্যাড দেখা নাও থাকে (!) তবুও বেটার কল সল দেখতে পারেন। কারণ আগেই বলছি, টেকনিক্যালি এটা হচ্ছে প্রিকুয়্যেল সিরিজ। অর্থাৎ ব্রেকিং ব্যাডের আগের ঘটে যাওয়া জমজমাট সব কাহিনী নিয়েই তৈরি এই সিরিজ।

আর দেখা থাকলে তো ভালোই, সল গুডম্যানকে তার অফিস ছেড়ে বাইরের পৃথিবীতে লাইভ একশনে দেখতে যে কারো ভালো লাগবে, আমি নিশ্চিত 😀

সিরিজটি এপিসোড বাই এপিসোড ডাউনলোড করতে পারবেন এখান থেকে
(মোবাইল ব্যবহারকারীরা ইউসি ব্রাউজার ব্যবহার করুন)
আর বাংলা সাবটাইটেল পাবেন এই লিংকে

সাবটাইটেল সিরিজের সাথে পুরোপুরি ম্যাচ করবে, মানে উপরের লিংক থেকে ডাউনলোড করলে আরকি। (কারণ সবগুলা আমারই আপলোড করা)
শুধুমাত্র পর্ব অনুযায়ী চালু করার পর ড্র্যাগ করে ছেড়ে দেন। অথবা ডাউনলোড করে সাবটাইটেল আর সিরিজ একই নামে রিনেইম করার পরে প্লে করুন।
কমপ্রেস করা rar ফাইলগুলা আগে এক্সট্রাক্ট করে নিয়েন।

আর যদি আগে থেকে কারো ডাউনলোড করা থাকে, ভালো।
তবে ওগুলার ফ্রেমরেট না মিললে সাবের সাথে দুই এক সেকেন্ড কম এদিক ওদিক হতে পারে। সেক্ষেত্রে পটপ্লেয়ারে সাবটাইটেল সিঙ্ক (মিল) করতে কীবোর্ডের < এবং > বাটন চাপতে পারেন।

বাংলা সাবটাইটেলে মুভি দেখতে অনেকে KM, VLC এগুলা ব্যবহার করেন, বাট ট্রাই করে দেখেন, পটপ্লেয়ার এগুলার চেয়েও ভালো।
ডিফল্ট ফন্ট থেকে শুরু করে এই প্লেয়ারের সবকিছুই দেখার মতো। এ নিয়ে আরেকদিন আলোচনা হবে।

সাব ভাল্লাগলে সাবসিন একাউন্টে লগ ইন করে তারপর ডাউনলোড করুন। এরপর আপনার প্রোফাইলে গিয়ে একটা রেটিং দিয়ে আসুন।
সিরিজটি ভালো লাগলে আইএমডিবিতে রেট করতে পারেন।

সাবটাইটেল কিংবা সিরিজ সংক্রান্ত যে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। ডাউনলোড লিংক কাজ না করলেও জানাইয়েন।

এছাড়াও একশন ফিল্ম ম্যাড ম্যাক্স বাংলা সাবটাইটেল সহ ডাউনলোড করতে পারবেন এখান থেকে

হিন্দি পিকে মুভির বাংলা সাব পাবেন এখানে

আর সিরিজ সম্পর্কে বলতে গেলে প্রথম কথা - বুঝতে হলে দেখতে হবে।
ভালোমতো বুঝতে হলে Bangla Subtitle দিয়ে দেখতে হবে :3

বাট ভিন্স গিলিগানের কাজ সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। মুল চরিত্রে বব ওডেনকার্ক অনবদ্য অভিনয় করেছেন।

আরো আছেন আমাদের পুরাতন ভিলেন টুকো সালামাক্কা (রেইমন্ড ক্রুজ) এবং মাইক আরমান্ট্রট (জোনাথন ব্যাঙ্কস ^_^)

এছাড়াও মহিলা চরিত্র কীম ওয়েক্সলারে আছেন আমার প্রাক্তন ক্রাশ রিয়া সিহর্ন <3 সহ আরো অনেকে।

 


 

এএমসিতে বছর তিনেক আগে পৃথিবী হা করে ওয়াল্টার হোয়াইট আর জেসি পিংকম্যানের যে ক্যামিস্ট্রি (লিটারেলি :3) দেখেছে, বেটার কল সলে জিমি ম্যাকগিল নতুন করে সেই ক্যামিস্ট্রিই সবার সামনে তুলে ধরেছেন।

যারা ব্রেকিং ব্যাডের ষষ্ঠ সিজনের অপেক্ষায় ছিলেন, এই সিরিজের মাধ্যমে সেই অপেক্ষাই ঘুচার কথা। সাবটাইটেল আরো আগে দেওয়ার কথা থাকলেও নানান ব্যস্ততায় কাজ শেষ করতে দেরী হয়ে গেছে।
তারচেয়েও বড় কথা, গত ১৫ তারিখ প্রিমিয়ার হয়েছে বেটার কল সল সিজন ২ এর :O

 

তাই এখনও যারা দেখেন নাই, দেরি না করে বসে পড়েন। সাবটাইটেল কেমন লাগছে জানাবেন। যথাসম্ভব চেষ্টার পরেও হয়ত অনেক ভুল-ত্রুটি রয়ে গেছে। সেগুলা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

আর আপনাদের ভাল্লাগলে সিজন ২ এর কাজেও তাড়াতাড়িই হাত দিবো ツ

আবারও শুভেচ্ছা জানাই ২১শে ফেব্রুয়ারির।  ভাষার জন্য প্রাণ-দানকারী সব শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

ফেসবুকে জয়েন করতে পারেন টিভি সিরিজ নিয়ে তৈরি আমাদের ফেসবুক গ্রুপে

ঘুরে যান আমার ব্লগ থেকেও। আজকে এ-পর্যন্তই। ভালো থাকবেন।

Level New

আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হইছে ভাইয়া 😀

🙂