মাঝেমধ্যেই আমরা পিসি সংক্রান্ত বিভিন্ন ঝামেলার কারণে আমাদের মূল্যবান ডাটা কম্পিউটার থেকে হারিয়ে ফেলি।উইন্ডোজ রি-ইন্সটল বা কোনো ফাইল ভুল করে ডিলিট করে দেয়ার মাধ্যমেও আমরা হারিয়ে থাকি আমাদের ডাটা। অনেক সময় ভাইরাসের কারণেও এমনটি ঘটে থাকে। তখন মাথায় হাত দেয়া ছাড়া অন্য কিছু করা থাকে না। তবে যারা এডভান্স ইউজার তারা এমন সমস্যাকে এখন আর সমস্যাই মনে করেন না। আমি নিজেও একবার ডাটা হারিয়ে ভয়ানক বিপদে পরে গিয়েছিলাম। পরে সন্ধান পাই Eassos PartitionGuru Pro সফটওয়্যারটির। এটি একটি অসাধারণ সফটওয়্যার। কাজে না লাগালে আপনি বুঝতে পারবেন না এটি আপনার জন্য কত মূল্যবান।
অনেক সময় মাল্টিপ্লান বা আইডিবিতে কম্টিউটার সার্ভিসিং করে যারা তারা ও এই সফটওয়ার ব্যবহার করে থাকে।এটায় আপনি ডাটা উদ্ধারের জন্য তিনটি অপশন পাবেন।
তাহলেই আপনি সহজেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অপশনটি কোন কাজ করে। ডিলিটেড রিকভারি দিয়ে আপনি ডিলিট করা ফাইল উদ্ধার করতে পারবেন। কমপ্লিট রিকভারি দিয়ে হার্ডডিস্কের পুরো বা নির্দিষ্ট একটি পার্টিশনের সবগুলো ফাইল উদ্ধার করতে পারবেন। পার্টিশন রিকভারি দিয়ে পারবেন হারিয়ে যাওয়া পার্টিশন উদ্ধার করতে।
ডাওনলোড করার জন্যে গুগল ড্রাইবে আপলোড করেছি
আমি সুজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂