মাদারবোর্ড সিডি হারিয়ে গেছে,তাহলে এই টিউন আপনার জন্য [মূল্যঃ প্রায় ১৮০০ টাকা]

প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন আশা করি সকলের ভালো লাগবে।আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি।

পিসির কথা কি আমরা ভুলে গেছি? যতই এন্ড্রয়েড বাজার দখল করুন না কেন?কোন জায়গায় সমস্যার সমাধান না পেয়ে কিন্তু আমরা পিসির সামনেই হাজির হই,হাজির হতে আমরা বাধ্য।সমস্যা যেকোন ধরনের হতে পারে।যাই হোক সমস্যার কথা আজ না হয় না বলি।

আমরা সবাই জানি কিছুদিন আগেই পিসির জগতে নতুন এক অপারেটিং সিস্টেম হাজির হয়েছে।সেটি হলো Windows 10.

অনেকেই হয়তো Windows 10 আপনার প্রিয় পিসি তে ইন্সটল করে ফেলেছেন।কিন্তু সমস্যা হলো মাদারবোর্ডের ড্রাইভার সিডি ছাড়া তো সাউন্ড শুনা যাবে না,গ্রাফিক্স কার্ড এপ ইন্সটল করা যাবে না।

আবার অনেকে হয়তো মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন,আবার কারো ড্রাইভার সিডিতে যেই ড্রাইভার গুলো আছে সব পুরানো দিনের।

তাই আপনাদের কথা ভেবে আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি এপ,যার মাধ্যমে খুব সহজেই আপনি প্রয়োজনীয় লেটেস্ট ড্রাইভার আপডেট ইন্সটল করে ফেলতে পারবেন।আর কষ্ট করে সিডি খুজতে হবে না।

এপটির নাম হলোঃ Iobit Driver Booster Pro. নামের শেষে যেহেতু প্রো শব্দটি আছে সেহেতু বুঝতেই পারছেন এটি একটি পেইড এপ,যা ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ডলার ব্যয় করতে হবে।এপটির মূল্য প্রায় ১৮০০ টাকা,তবে আজ দিচ্ছি ফ্রীতে নিচ থেকে নামিয়ে নিন।নিচে অরজিনাল এপ এবং মেডিসিন[Instruction] দেয়া হলো,মেডিসিনের ভিতরে প্রয়োজনীয় উপাদান দেয়া আছে।নিচ থেকে নামিয়ে নিন।

 

 

 

Download :

 

Iobit Driver Booster Pro

Medicine+Instruction

Support:XP,7,8,8.1,Windows 10

.

.

.

 

 

 

যেভাবে ডাউনলোড করবেনঃ

.

ডাউনলোড করার জন্য লিঙ্কে ক্লিক করে টিক মার্ক উঠিয়ে "Download" তার পরের পেইজে আবার নীল "Download" এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে,অন্য কোন ট্যাব Open হলে তা বন্ধ করে দিবেন।বুঝতে অসুবিধা হলে নিচের ছবি দেখুন।

 

 

ছবি  ১ঃ

 

 

 

 

ছবি ২ঃ

 

 

 

 

 

 

 

 

 

 

Tune টি ভালো লেগে থাকলে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না,সবাই ভালো থাকবেন,সবাইকে ধন্যবাদ।

.

.

.

.

আমার আগের টিউনসমূহঃ

.

.

Level 0

আমি আমার আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউনে নতুন,আমি নিজেই এই সাইট থেকে অনেক কিছু শিখেছি,চেষ্টা করবো সবাইকে সহজ ভাবে নতুন কিছু বুঝানোর,নতুন সব টিউন দেয়ার চেষ্টা থাকবে সব সময়,আমি সাধারণত এন্ড্রয়েড নিয়ে লিখতে ভালোবাসি তবে মাঝে মধ্যে কম্পিউটার নিয়েও লিখবো,আশা করি ভালো মানের কিছু পোস্ট লেখার,যা সবার ভালো লাগবে বলে আমি আশাবাদি।আমার সাথেই থাকুন,টেকটিউন্স এর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সঠিক ড্রাইভার ম্যাচ না করলে অনেক ঝামেলা করবে।ওরিজিনাল ইজ ওরিজিনাল।

    এই এপটি আপনার পিসির সকল কনফিগারেশন এবং হার্ডওয়্যার পর্যবেক্ষন করে,প্রয়োজনীয় ড্রাইভার সাপ্লাই করে থাকে,আমি গত ২ বছর ধরে এই এপটি ব্যবহার করছি,কেননা আমার পিসির মাদারবোর্ডের সিডি হারিয়ে গেছি,এই এপটি ব্যবহারের ফলে আমাকে কোন সমস্যায় পরতে হয় নি।আপনি নিজে আগে ব্যবহার করে দেখতে পারেন,ধন্যবাদ,আপনার সুন্দর মতামতের জন্য 🙂 ভালো থাকবেন।

শুনেন ভাইয়া , Driver Update দেয়ার আগে Details থেকে জেনে নিন Publisher কে । একিই পাবলিশার না হলে Driver আপডেট দিবেন না ।

vai google drive a upload dilea ki hoto? kindly bolben?

Nice Tunes