ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ উপায়

 

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের মূলত ৩টি উপায় আছে।

১. সফ্টওয়্যার ব্যবহার করা

২. ব্রাউজারের সাথে add-ons  ব্যবহার করা

৩. তৃতীয় কোন ওয়েবসাইট ব্যবহার করা

 

উপরে বর্নিত সবগুলো পদ্ধতিই আমি ব্যবহার করেছি। এর মাঝে আমার কাছে সবচেয়ে সহজ এবং সুন্দর উপায় মনে হয়েছে ব্রাউজারের সাথে add-ons  ব্যবহার করা।

আজকে আমি আমার প্রিয় একটি add-ons নিয়ে আলোচনা করব।

 

সুবিধা:

নিজেই যাচাই করুন:

চলুন শুরু করি-

প্রথমে add-ons টি ডাউনলোড করুন।

ডাউনলোড করতে -

কিভাবে ইন্সটল করবেন

মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য:

১. ফায়ারফক্স open করুন

২. তীর চিহ্নিত জায়গায় (option) এ ক্লিক করে বক্স চিহ্নিত জায়গায় (add-ons) এ ক্লিক করুন

৩. তীর চিহ্নিত জায়গায় (tools for all add-ons) এ ক্লিক করে বক্স চিহ্নিত জায়গায় (Install Add-ons From File) এ ক্লিক করুন

৪. আপনার ডাউনলোড করা ফাইলটি দেখিয়ে দিন এবং সবশেষে Install এ ক্লিক করে কাজ শেষ করুন

 

গুগোল ক্রোম ব্যবহারকারীদের জন্য:

১. আপনার ডাউনলোড করা ফাইলটি extract করে নিন

২. গুগোল ক্রোম open করুন

৩. তীর চিহ্নিত জায়গায় (option) এ ক্লিক করে বক্স চিহ্নিত জায়গায় (settings) এ ক্লিক করুন

 

 

৪. তীর চিহ্নিত জায়গায় (Extensions) এ ক্লিক করে বক্স চিহ্নিত জায়গায় (Developer mode) এ টিক চিহ্ন দিন

৫. Load unpacked extension এ ক্লিক করুন।

আপনার ডাউনলোড করা ফাইলটি দেখিয়ে দিন এবং সবশেষে  ok এ ক্লিক করে কাজ শেষ করুন

হুম, কাজ শেষ।

এখন আরামছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন।

এটা আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

ভাল থাকবেন সবাই। ধন্যবাদ

 

Level 0

আমি মাজহারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি অনেক সুন্দর হয়েছে। হেল্পফুল টিউন বলতে হবে। এইচডি মুভির জন্য এখানে দেখুন http://goo.gl/6IulBb