১. সফ্টওয়্যার ব্যবহার করা
২. ব্রাউজারের সাথে add-ons ব্যবহার করা
৩. তৃতীয় কোন ওয়েবসাইট ব্যবহার করা
উপরে বর্নিত সবগুলো পদ্ধতিই আমি ব্যবহার করেছি। এর মাঝে আমার কাছে সবচেয়ে সহজ এবং সুন্দর উপায় মনে হয়েছে ব্রাউজারের সাথে add-ons ব্যবহার করা।
আজকে আমি আমার প্রিয় একটি add-ons নিয়ে আলোচনা করব।
নিজেই যাচাই করুন:
প্রথমে add-ons টি ডাউনলোড করুন।
১. ফায়ারফক্স open করুন
২. তীর চিহ্নিত জায়গায় (option) এ ক্লিক করে বক্স চিহ্নিত জায়গায় (add-ons) এ ক্লিক করুন
৩. তীর চিহ্নিত জায়গায় (tools for all add-ons) এ ক্লিক করে বক্স চিহ্নিত জায়গায় (Install Add-ons From File) এ ক্লিক করুন
৪. আপনার ডাউনলোড করা ফাইলটি দেখিয়ে দিন এবং সবশেষে Install এ ক্লিক করে কাজ শেষ করুন
১. আপনার ডাউনলোড করা ফাইলটি extract করে নিন
২. গুগোল ক্রোম open করুন
৩. তীর চিহ্নিত জায়গায় (option) এ ক্লিক করে বক্স চিহ্নিত জায়গায় (settings) এ ক্লিক করুন
৪. তীর চিহ্নিত জায়গায় (Extensions) এ ক্লিক করে বক্স চিহ্নিত জায়গায় (Developer mode) এ টিক চিহ্ন দিন
৫. Load unpacked extension এ ক্লিক করুন।
আপনার ডাউনলোড করা ফাইলটি দেখিয়ে দিন এবং সবশেষে ok এ ক্লিক করে কাজ শেষ করুন
হুম, কাজ শেষ।
এখন আরামছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন।
এটা আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভাল থাকবেন সবাই। ধন্যবাদ
আমি মাজহারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনটি অনেক সুন্দর হয়েছে। হেল্পফুল টিউন বলতে হবে। এইচডি মুভির জন্য এখানে দেখুন http://goo.gl/6IulBb