আসসালামু আলাইকুম,
আশা করি ভাল আছে সবাই। আজ আপনাদের সাথে এমনই একটা সফটওয়্যার এর লিংক দেব যার মাধ্যমে আপনি কোন সফটওয়্যারকে পোর্টেবল সফটওয়্যার বানানতে পারবেন।আমি আজকে এই পোর্টেবল সফটওয়্যার মেকারের পুরনাঙ্গ ব্যবহার step by step বর্ণনা করব যাতে আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনিয় সফটওয়ার গুলোকে পোর্টেবল বানাতে পারেন।
পোর্টেবল সফটওয়্যার কি সে বিষয়ে আর বিস্তারিত বলবনা।শুধু এক কথায় বলি- পোর্টেবল সফটওয়্যার হলো এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহারের জন্য PC তে ইন্সটল করার দরকার হয় না।তাই আপানার কাছে যদি আপানার প্রয়োজনিয় সফটওয়্যার গুলোর পরতাবালে ভার্সন থাকে তাহলে নতুন করে PC তে উইন্ডোজ দিলেও এক এক করে ওই সব সফটওয়্যার ইন্সটল দেয়ার দরকার হবে না।ইন্সটল দেয়ার ঝামেলা নেই যার ফলে আপানার PC থাকে জঞ্জাল মুক্ত এবং Smooth, তাছড়া সময় আর সিস্টেমের জায়গাও উভয়ই সেভ হয়।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
যা যা করতে হবেঃ
১. প্রথমে সফটওয়্যার ডাউনলোড করুন এখান থেকে;
২. এখন নিচের ছবি অনুযায়ি step by step বর্ণনা ফলো করুন-
ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার নতুন কোন টিউন নিয়ে আপনাদের সাথে হাজির হব।
পৃথিবীর বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত উক্তি যা আমাদের জীবনে প্রয়োগ করলে হয়তো আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।
“ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”
—মারিও কুওমো।“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ”
—ডেল কার্নেগি।“ হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥ ”
—পীথাগোরাস।“ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ”
—হযরত সোলায়মান (আঃ)।
আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque
এর চাইতে অনেক ভাল Camayo. কেননা , অনেক Program আছে যেগুলা পোর্টেবল করলে স্ল কাজ করে – যেমন KM PLayer