আশা করি আপনারা সবাই ভালো আছে। আমরা অনেকেই আছি যারা হার্ড গেমার না হলেও নিজের সময় কাটানোর জন্য গেম খেলে থাকি। আজ আমি আপনাদের এমন একটা গেম দেবো যার জাভা ভারসনের সাথে আপনারা অনেকেই পরিচিত। জাভা বা সিম্বিয়ান ফোনে আমরা অনেকেই স্কাইফোর্স নামের গেমটা
খেলেছি। এখানে পিসির জন্য এই গেমটাই নাম রাখা হয় কোবো। এই গেমটা পোর্টেবল ভার্সন। পেনড্রাইভেও রেখে খেলতে পারবেন যেকোনো সময় – যে কোনো পিসিতে, যেখানে কোনো সফটওয়্যার ইনস্টল ইনস্টলে বাধা থাকে সেখানেও। অনেকের অফিসের পিসিতে সফটওয়্যার দেয়া যায় না, রেস্ট্রিক্ট থাকে সেখানে খেলতে পারবেন। গেমটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। অনেক স্টেজ আছে। বিভিন্ন মুডেও খেলতে পারবেন। যেমনঃ নিউ বাই, গেমার এবং আরো অনেক মুডে। আমাদের দেশ যতই ডিজিটাল হোক না কেন এখনো আমি অনেকের কাছে পেন্টিয়াম ফোর পিসি সাথে ৫১২/১ জিবি র্যাম দেখি। তারা ইচ্ছা সত্ত্বেও ভালো কোয়ালিটির গেমটা না খেলতে পারলেও এই গেমটা চরম উপভোগ করতে পারবেন।
গেমটা আমার কাছে অনেক প্রিয়। আপনাদের সাথে শেয়ার করলাম। মিডিয়াফায়ার আপলোড দেয়া আছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামিতে।
ও হ্যা, টিউনটা এখান থেকে নেয়া হয়েছে।
অপ্রয়োজনীয়
গেমটা আমার কাছে অনেক প্রিয়। আপনাদের সাথে শেয়ার করলাম। মিডিয়াফায়ার আপলোড দেয়া আছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামিতে।গেমটা আমার কাছে অনেক প্রিয়। আপনাদের সাথে শেয়ার করলাম। মিডিয়াফায়ার আপলোড দেয়া আছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামিতে।গেমটা আমার কাছে অনেক প্রিয়। আপনাদের সাথে শেয়ার করলাম। মিডিয়াফায়ার আপলোড দেয়া আছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামিতে।গেমটা আমার কাছে অনেক প্রিয়। আপনাদের সাথে শেয়ার করলাম। মিডিয়াফায়ার আপলোড দেয়া আছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামিতে।
আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।
ধন্যবাদ সুন্দর গেমটি উপহার দেয়ার জন্য…….