>>>>>>>>>>>>>>বিসমিল্লাহির রাহমানির রাহিম<<<<<<<<<<<<<
সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। কেমন আছেন সবাই ?? আমি আল্লাহর রহমতে খুব ভালই আছি। তবে অনেক বাস্ততার কারনে টিউন করতে পারি না। যাই হোক সময় করে বসে গেলাম টিউন লিখতে দেখি আপনাদের কারো উপকারে আসে কিনা। আপনাদের একজনের উপকারে আসলেও আমার টিউন সার্থক।
আমরা অনেকেই পিসিতে স্ক্রীনসেভার ব্যবহার করতে পসন্দ করি। কেমন হয় যদি আপনার পিসিতে ব্যবহার করা স্ক্রীনসাভার যদি আপনার নিজের হাতেই বানানো হয় তাও আপনার নিজের ছবি দিয়ে। তো চলুন আমরা নিজের মত করে বানিয়ে ফেলি আমাদের পছন্দের স্ক্রীনসাভার।।
প্রথমে এখান থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন তারপর স্বাভাবিক নিয়মে ইনস্টল করে ফেলুন।। তারপর সিরিয়াল কি দিয়ে সফটওয়্যারটি একটিভ করে নিন [জিপ ফাইল এ দেয়া আছে]। একটিভ করার সময় আপনার নেট কানেকশন অন রাখবেন। একটিভ হয়ে গেলে সফটওয়্যারটিকে ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন।
এবার নীচের ছবিটি দেখুন। আপনি আপনার ছবি দিয়ে স্ক্রীনসেভার বানাতে চাইলে Change Background এ ক্লিক করে আপনার ছবি অ্যাড করে নিন। তারপর Chose effect এ ক্লিক করে কিছু এফেক্ট যোগ করে নিন এবার Add animation ডুকে আপনার ইচ্ছেমত অ্যানিমেসন যোগ করে বানিয়ে ফেলুন আপনার পছন্দের স্ক্রীনসাভার। স্কিনসাভারটি আপনি সেভ করতে চাইলে তির চিনহিত স্থানে ক্লিক করুন তারপর যেকোনো নামে সেভ করুন। আমি এখানে কিছু অ্যানিমেসন আপনাদের বোঝার সুভিধার জন্য ব্যবহার করেছি। এছাড়াও অনেক অ্যানিমেসন আছে যেগুলো আপনি ব্যবহার করলেই পেয়ে যাবেন।
.
.
.
.
.
আমি রাব্বি খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।