বিসমিল্লাহির রাহমানির রাহীম
আচ্ছালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। নতুন আরেকটি টিউন লিখতে বসলাম আমি Tahsan এর গানগুলো মোটামুটি শুনতে ভালবাসি। দৈনন্দির জীবনের গান শুনেনা এমন মানুষ খুবই কম পাওয়া যাবে মানে হয়। অনেকেই অনেক শিল্পীর গান শুনতে ভালবাসেন। সবার মন আর একরকম না। এই শিল্পীটির গান অনেকেই বেশী পছন্দ করেন। তাই আপনার সামনে শেয়ার করছি। যদি ভাল লাগে তাহলে ডাউনলোড করতে পারেন। আমি নিচে সিরিয়াল করে দিচ্ছি যাদের লাগবে তারা যাউনলোড করতে পারনে।
তাহসান রহমান খান (জন্ম: ১৮ অক্টোবর, ১৯৭৯), যিনি তাহসান খান নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, সঙ্গীত পরিচালক, অভিনেতা,মডেল এবং উপস্থাপক।
তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি বিয়ে করেন মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন।তার মেয়ের নাম আইরা
তাহসান পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে, ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন। ২০০৮ খ্রিস্টাব্দে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০ খ্রিস্টাব্দে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন।
তাহসান ইউনিলিভারে ২০০৩ সালের জানুয়ারি ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। ২০১০ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের মে থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাব-এ শিক্ষকতা করছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান।
তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ খ্রিস্টাব্দে তিনি ও আরো কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর তাহসান, স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব অ্যালবাম। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড। বাংলামোটরে 'কৃত্যদাসের আবাসে' নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।
ব্ল্যাক ব্যান্ড ত্যাগ সম্পর্কে তাহসান বলেন,
“ | ব্ল্যাক ব্যান্ডের সবাই এখনো আমার ভালো বন্ধু। আসলে ওঁরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে। আর আমি স্লো ব্যালেড ধাঁচের গান করি। তাই আমি ওঁদের ইচ্ছাকেই সম্মান জানিয়েছি। নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে চাইনি | ” |
২০১২ সালের ২৮ জানুয়ারি তাহসান গঠন করেন তার নতুন ব্যান্ড 'তাহসান অ্যান্ড দ্য সুফিজ'।
Bibekchuto_Manob-Recall .mp3 ডাইনলোড করতে পারে
Chokher Bekaron .mp3 ডাইনলোড করতে পারে
Dichorojan .mp3 ডাইনলোড করতে পারে
Maa .mp3 ডাইনলোড করতে পারে
Mouno Protigga .mp3 ডাইনলোড করতে পারে
Oshadharon .mp3 ডাইনলোড করতে পারে
Prottaborton .mp3 ডাইনলোড করতে পারে
Ke Tumi খুব জনপ্রিয় একটি গান
এক নজর দেখে নেয়া যাক
যদি ভুল হয় তাহলে ক্ষমা করবেন। ভাল থাকবেন
আমি owajcomputer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub sundor post