আমরা প্রায় সকলেই Hollywood & Bollywood movie দেখতে পছন্দ করি। কিন্তু ডাউনলোড করতে গেলেই দেখা যায় নানা ধরনের সমস্যা। বহুল জনপ্রিয় একটি ডাউনলোড সিস্টেম "টরেন্ট" এর কথাই বলি না, একটি মুভি ডাউনলোড করতে ১-২ দিন সময় লেগে যায়, তাও অনেক কম স্পীডে। আবার বিভিন্ন ব্লগ সাইটের দিকে গেলে পাবেন RAR ফাইল, তা extract করতে গেলে লাগবে পাসওয়ার্ড, resume support ও নেই, limited download ইত্যাদি ইত্যাদি সমস্যা। তাই আমার মতে Mediafire ই একমাত্র ভরসা। এইজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম Mediafire লিংক থেকে মুভি ডাউনলোড এর জন্য আমার সবচাইতে পছন্দের একটি সাইট- http://www.urgrove.com
কেন এই সাইট থেকে মুভি ডাউনলোড করবেন?
* প্রথমে http://www.urgrove.com এ ক্লিক করুন, হোম পেজে এ গিয়ে মুভি নির্বাচন করুন। তারপর- মুভির হেড লাইনে ক্লিক করে নিচের স্ক্রীন শট গুলো অনুসরন করুণ-
১ম ধাপ :-
২য় ধাপ:-
৩য় ধাপ:-
৪র্থ ধাপ:- পাসওয়ার্ড চাইতে পারে সেক্ষেত্রে সবসময় urgrove.com টাইপ করুণ।
সম্প্রতি এই জায়গাটিতে একটি বিজ্ঞাপন এ পেইজ দেখা যায়, যদি এমনটি হয়ে থাকে তবে উপরিভাগের কোনায় "স্কীপ এ্যাড" এ ক্লিক করুণ।
৫ম ধাপ:-
উপরের স্ক্রীনশট অনুসারে পার্ট গুলো ডাউনলোডের সময় এক বা একাধিক পার্ট এ পাসওয়ার্ড চাইতে পারে সেক্ষেত্রে সবসময় urgrove.com টাইপ করুণ। আর হ্যা, ডাউনলোডের জন্য IDA বা IDM ব্যবহার করাই উত্তম।
ডাউনলোড শেষে পার্ট গুলো জোড়া লাগানোর জন্য ৩৩৫ কেবি'র ছোট্ট সফট্ওযারটি ডাউনলোড করে নিন-
এবার সফট্ওযারটি টি আনজিপ করে Open করুণ তারপর, নিচের স্ক্রীনশট গুলো অনুসরণ করুণ-
৬ষ্ট ধাপ:-
Join এ ক্লিক করুণ।
৭ম ধাপ:-
প্রক্রিয়াটি দেখতে একটু জটিল মনে হলেও practically একেবারেই সহজ। একবার করেই দেখুন সফল হলে মুভির প্রিন্ট কোয়ালিটি, সাইজ ও ডাউনলোড টাইম সবমিলিয়ে অবশ্যই আনন্দ পাবেন।
উন্নত প্রিন্ট পেতে সবসময় DVDrip, BRrip, HDrip কোয়ালিটির মুভি ডাউনলোড করুণ।
অনুরোধ:
techtunes এর জন্য আমি একেবারেই নতুন একজন ইউজার এবং এটাই আমার প্রথম টিউনস, জানিনা টিউনসটা কথটুকু যথার্থ হয়েছে। তবুও কোন বিষয়ে ভুল হয়ে গেলে বা বাদ পড়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
টিউনসটিতে বোধগম্য নয় এমন কোন বিষয়ে সাহায্যের জন্য ০১৮২০-৫১৬৯৭০ তে হ্যালো দিলেই আমাকে পাবেন।
[টিউনার ভাইদের আগ্রহ দেখে সামান্য আপডেট করলাম]
কলকাতা, তামিল, তেলেগু, হিন্দি, ইন্টারন্যাশনাল সহ আরো নানান রকমের মুভি ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করে দেখতে পারেন (প্রয়োজনে রেজিস্ট্রেশন করে নিন) http://www.amaderforum.com
আমি সুজন দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a Gamer, Blogger & Freelance.
প্রথম টিউন হিসেবে অসাধারন লিখেছেন।
চালিয়ে যান।
অনেক ধন্যবাদ।