সুপ্রিয় তথ্যপ্রযুক্তির ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আপনাদের দোয়াতে ভাল আছি। techtunes এর অনেকে tutorial লিখে থাকে আর এ জন্য প্রয়োজন হয় একটি ভালো screen capture ও screen recording সফটওয়্যার। তাই আপনাদের ভাল থাকার প্রত্যয় নিয়ে আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম ashampoo snap 8. আজকাল প্রায় সবার এ ধরনের সফটওয়্যার এর প্রয়োজন পরে। কিন্তু বেশির ভাগ সফটওয়্যার যেগুলো পাওয়া যায়, তেমন টা performance দিতে পারে না। কিন্তু ashampoo snap অনেক উন্নত। এটি দিয়ে একই সাথে screen capturing ও screen recording করা যায়। অর্থাৎ একের ভিতর সব।
এটি একবার ব্যবহার শুরু করলে আপনি screen capturing and screen recording এর জন্য অন্য কোনও সফটওয়্যার ব্যবহার করতে চাইবেন না।
ashampoo snap এর বর্তমান বাজার মূল্য 39.99 us dollar।
কিন্তু আপনাদের জন্য এটা একদম ফ্রী। 😀
এটি ব্যবহার করে দেখুন অবশ্যই ভালো লাগবে। আর advanced user দের জন্য এখানে আরও অনেক অপশন আছে। এর trial version টি ততটা কার্যকর নয়। তাই আপনাদের জন্য নিয়ে এলাম ashampoo snap এর full version.
এবার কাজের কথায় আসি। প্রথমে ashampoo snap 8 এর trial version টি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
এবার কিভাবে কি করবেনঃ
১। ডাউনলোড করা ফাইল টি ওপেন করে ইন্সটল করুন।
২। ইন্সটল করা শেষ হলে ashampoo snap চালু করবেন না।
৩। নিচের লিংক থেকে registry key download করে নিন।
৪। এবার DEV নামে reg key টি ওপেন করুন। (run as an administrator select করুন)
৫। registry import এর জন্য permission চাইলে permission দিন।
আপনার কাজ শেষ!
এবার ashampoo snap open করে দেখুন license key এর validity unlimited হয়ে গেছে।
সমস্যা হলে tunement করুন।
আমি মুহাম্মদ ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।