mega tune| ডাউনলোড করে নিন internet download manager এর সব থেকে ভালো বিকল্প eagleget

আস্সালামু আলাইকুম! প্রিয় টেক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আসা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন। টিউনটির হেডিং দেখে আপনার অবশ্যই বুঝতে পারছেন, টিউনটি কোন বিষয়ের উপর।  আমরা অনেকেই জানি যে, বর্তমানে ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করার জন্য সবচেয়ে পপুলার সফট্ওয়ার হচ্ছে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। বর্তমান বাজারে এই সফট্ওয়্যারটা অনেক ব্যয়বহুল।তাই যাদের কিনার মতো কোন সামর্থ নেই, তারা বিভিন্ন জায়গা ঘুরে বেরায় crack, serial keys এর জন্য। কিছু দিন পরে যখন নতুন কোনও ভার্সন বের হয়, তখন আবার নতুন করে crack খুজতে হয়। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অনেক সময় crack এর সাথে virus থাকে। এটি আপনার কম্পিউটার এর জন্য ক্ষতিকর। অনেক সময় আপনাকে নতুন করে operating system setup দিতে হতে পারে।

আমি নিজেই এর শিকার হয়েছি। যারা ইন্টারনেট সচরাচর browse করে তাদের জন্য idm খুবি important. আমরা অনেকে মনে করি idm paid software. তাই এটাই বেস্ট। কিন্তু কোনও সফটওয়্যার paid হলেই  যে সেটাই use করতে হবে তার কোনও মানেই হয় না। আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়, যারা idm use করেছেন তারা  eagleget নিশ্চয় পছন্দ করবেন।

 

 

 

১। এটির interface খুবই user-friendly.

২। এটি advanced multi-threaded technology ব্যবহার করে, তাই এটি idm এর মতই ডাউনলোড acceleration এ সক্ষম।

৩। এটি বর্তমানে জনপ্রিয় সকল ব্রাউজার এর সাথে কাজ করতে সক্ষম।

৪। এটি HTTP, HTTPS, FTP, MMS এর পাশাপাশি RTSP protocol ও support করে।

৫। EagleGet একই সাথে একাধিক ডাউনলোড করতে পারে সাথে আছে smart scheduler।

৬। Built-in Media Grabber এবং Video Sniffer আছে।

৭। অন্য download manager থেকে ডাউনলোড list import ও করতে পারবেন।

 

৮। এর সব থেকে বড় সুবিধা হল এটি একদম ফ্রী, কোনও crack লাগবে না, কোনও serial key ও লাগবে না।

এর আরও অনেক সুবিধা আছে।

এই সব দিক বিবেচনা করে দেখলে বুঝা যায় যে eagleget, internet download manager থেকেও বেশি ভালো। 😀  😀

তাই দেরি না করে ডাউনলোড করে নিন eagleget download manager।

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে এ ক্লিক করুনঃ

download now

কোনো সমস্যা হলে tunement করুন। সমস্যার সমাধান দিতে যথাসাধ্য চেষ্টা করব।
techtunes এর সাথেই থাকুন। 🙂

facebook এ আমি

Level 0

আমি মুহাম্মদ ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস