যারা ফাইল আপলোড করে ইনকাম করছেন টিউনটি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।উদ্দেশ্য : আরো বেশি ইনকাম করবেন যেভাবে।

বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বড় একটি ফাইলকে আলাদা আলাদা ভাগ করবেন ও আলাদা করা ফাইলগুলোকে জয়েন করাবেন।

তার আগে জেন নেই এর উপকারিতা :

যারা Userscloud, BD Upload সহ অন্যান্য হোস্টিংয়ে ১ জিবির ফাইল বেশি আপলোড দিতে পারেন না। তারা এখন থেকে পারবেন। কিভাবে তা বুঝাচ্ছি- যারা উল্লেখিত সাইটগুলোতে ১জিবি আপলোড দেন। তাহলে সেই ফাইল যদি ২৪ ঘন্টার মধ্যে ডাউনলোড না হলে রিজেক্ট করে দিবে। নতুবা কপিরাইটসের আন্ডারে তা বাতিল হয়ে যাবে। যার ভোগান্তির শিকার আমিও।

তাই বলছি আপনি একটি ১জিবি ফাইল অথবা সফটওয়্যারকে কয়েক ভাগে ভাগ করে দিলে তা আর বাতিল হবে না।আর আপনার ইনকামও বেশি হবে।

চলুন দেখে নেই কিভাবে তা করবেন :

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।

২. ইনস্টল করুন।

৩. ওপেন করুন তার নিচের মতো একটি উইন্ডো আসবে।

৪. Splite Button এ ক্লিক করুন। তারপর ইনপুট করান যে ফাইলটিকে ভাগ করতে চান।

৫. এবার আউটপুট এর জন্য একটি ফোল্ডার তৈরি করুন।

৬. এবার ফাইলটিকে কয়টি ভাগে ভাগ করতে চান সে জন্য আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে। যেমন : ১ জিবি = ১0২৪ এমবি। এবার ১0২৪ এমবিকে ৫ দিয়ে ভাগ করুন। কতে আসে?২0৪.৮ এমবি। তাইতো? তাহলে আপনার Splite File Size ২0৪.৮ এমবি লিখে দিন।

 

৭. এবার Megabyte সিলেক্ট করে দিন।

৮. এবার স্টাট বাটনে ক্লিক করুন।

৮. ব্যস ত্রিশ সেকেন্ডের মধ্যে কাজ শেষ।

 

ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী টিউনটে। ভালো লাগলে ভিজিট করতে ভূলবেন না আমার ছোট্ট ওয়েবসাইটটি

Level 0

আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Some persons have some own dreams like me. My dreams to be a good freelancer who earn money from internet throw his activities. I want to show my creativity with this site. That's why I want permission from admin.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

file upload kore earn korar vitor konta konta best? ar trusted, ullekh korben ki