অদ্ভুত উটের পিঠে শার্লক হোমস্ যে কাল্পনিক চরিত্র - বাংলা সাহিত্যের ব্যোমকেশ, জয়ন্ত বা বিমল-এর মতন - তা অবশ্য সবারই জানা। কিন্তু তার সৃষ্টির ইতিহাস কি, কেমন মানুষই বা তিনি ছিলেন - এসব প্রশ্ন তো উঠবেই। কোন্যান ডয়েল যদিও শার্লক হোমস-এর গল্পকে নিজের শ্রেষ্ঠ রচনা বলে মনে করতেন না, কিন্তু এটা তো ঠিক যে কোন্যান ডয়েলের বিশ্ব-পরিচিতি বা জনপ্রিয়তা ঐ হোমস্-এর দৌলতেই। কাজেই হোমস্-কাহিনীর নমুনা এখানে হাজির করবার আগে গল্পের মঞ্চের আড়ালে তাঁর সম্পর্কে কিছু কথা বলতে দোষ নেই। কোন্যান ডয়েলের বাবা, একাধিক জ্যাঠা এবং ঠাকুর্দা ছিলেন ওস্তাদ চিত্রশিল্পী। তিনি নিজে কিন্তু সে পথে গেলেন না। ডাক্তার হলেন। যদিও খুব সহজে নয়; দারিদ্র্যের সঙ্গে যথেষ্ট লড়াই করে। এই সময়ে তিনি আঁকার বদলে লেখা শুরু করেন। কিছু ছোট গল্প লিখে নানা পত্রিকায় পাঠান, কিছু রোজগার হতে পারে এই আশা নিয়ে। সে আশা প্রায়ই পূর্ণ হত না। তখন তিনি উপন্যাস লেখার কথা ভাবেন। তবে, অপরাধ-কাহিনীর কথা কেন ভাবতে গেলেন, তা ঠিক বোঝা যায় না। দুটো কারণ থাকতে পারে। ফরাসী লেখক এমিল গ্যাবোরিয় আর আমেরিকান লেখক এড্গার অ্যালান পো-র গল্পে রহস্য-বিশ্লেষণ ভঙ্গী তাঁকে বিশেষ আকর্ষণ করেছিল। আর তাঁর ডাক্তারী-কলেজের অধ্যাপক যোসেফ বেল্-এর কথাবার্তায় এক ধরণের ডিটেক্টিভগিরি সব ছাত্রকেই মুগ্ধ করত।
Best Java, Android Games, Apps
মাইক্রোসফট অফিস এর উপর লেখা বইগুলো ডাউনলোড করুন এখান থেকে।
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট পূর্নাঙ্গ টিউটোরিয়েল বাংলায়
বই গুলো আশা করি আপনাদের কাজে আসবে।
যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে এখানে Bangla Ebooks Download ক্লিক করুন। এখানে সব ধরনের বই পাবেন বিনামূল্যে পিডিএফ আকারে। সহজ ও দ্রুত ডাউনলোড লিংকসহ।
বই ডাউনলোড করতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়েল টি দেখতে পারেন। এখানে ডাউনলোড করার সঠিক পদ্ধতি দেয়া আছে।
ইবুক সম্পর্কে নতুন আপডেট পেতে বাংলা ইবুক ফ্যান পেজে যোগ দিতে পারেন। নতুন বই পাওয়া মাত্র এখানে আপডেট দেয়া হয়।
গুগল প্লাসে ও আমাকে ফলো করকে পারেন এখান থেকে।
আর ইবুক গ্রুপে যোগ দিতে পারেন এখান থেকে।
ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন। বেশি করে বই পড়ুন আর জ্ঞানের পরিধিকে প্রসারিত করুন।
কোন বই ডাউনলোড করতে সমস্যা হলে বা লিংক ঠিক না থাকলে ঐ লিংকে টিউমেন্ট করুন, লিংক ঠিক না করে দিব।
আমার আরো কিছু টিউনঃ
আমি সাদ্দাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।