Launcher সম্পর্কে তো নতুন করে আর কিছু বলার নেই,সকলেই এ সম্পর্কে ভালো মতই জানেন,এন্ড্রয়েড এর জন্য অনেক অনেক Launcher রয়েছে।বিভিন্ন ডেভেলপার তৈরী করেছে বিভিন্ন রকমের Launcher.তাছাড়া রয়েছে বিভিন্ন ভার্সন,রয়েছে ফ্রী এবং পেইড ভার্সন।
আজ এই Launcher নিয়েই আমার এই টিউন।যেসকল Launcher গুলো Top এ আছে সেগুলো নিয়েই আমার এই টিউন,তবে আজ যেই Launcher গুলো দিচ্ছি সবই পেইড ভার্সন,এগুলো ব্যবহার হলে অবশ্যই আপনাকে ডলার গুণতে হবে,তবে বড়দিন উপলক্ষে সব দিচ্ছি ফ্রীতে।চলুন নিজ থেকে নামিয়ে নেয়া যাকঃ
{ডাউনলোড করার জন্য "Download Now" এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে "Download Now" ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা "CM Browser/Dolphin Browser" ব্রাউজার ব্যবহার করবেন।Download Now না আসলে Refresh দিবেন.}
এইবার নিয়ে নিন Es File Explorer+Es File Manager Paid Themes+Player Pro+Internet Speed Meter Pro
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...