প্রথমে আমার সালাম নিবেন,সবাই কেমন আছেন?আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে আশা করি সকলের ভালো লাগবে।সরাসরি টিউনে চলে যাচ্ছি।
এন্ড্রয়েড ফোন আছে,কিন্তু টিভি দেখতে পারছেন না??হতভাগারা এইদিকে আসুন।নিয়ে নিন মাথা নষ্ট এক টিভি এপ।
অনেকেই মেসেজে জানান যে কীভাবে টিভি দেখবো??তাদের জন্য আমার এই টিউন।অনেক খোজাখোজির পর একটি এপ পেলাম,যার মাধ্যমে আপনি এন্ড্রয়েডে এম্বির মাধ্যমেই টিভি দেখতে পারবেন/এপটির নাম হলোঃ BD Cast.এপটি অনেক ভালো,আপনি আরামে বসে কম এম্বি দিয়েই টিভি দেখতে পারবেন,রয়েছে অনেক চ্যানেল।
তাছাড়া শুধু টিভি ই নয়,এই এপের মাধ্যমে আপনি রেডিও শুনতে পারবেন।তার মানে এক ঢিলে দুই পাখি,লাইভ টিভি তার পাশাপাশি লাইভ রেডিও।
তো আর দেরী কেন?এখুনি নিচ থেকে টিভি এপ টি নামিয়ে টিভি দেখা শুরু করে দিন।
ডাউনলোড করার জন্য "Download Now" এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে "Download Now" ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা "CM Browser/Dolphin Browser" ব্রাউজার ব্যবহার করবেন।Download Now না আসলে Refresh দিবেন.
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...