যে ভাবে টরেন্ট অর্ধ সমাপ্ত ডাউনলো ফাইলকে অন্য জায়গায় সরাবেন।

আমরা প্রত্যেক দিন কেউ না কেউ কোন কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করে থাকি। আর ডাউনলোড করা জন্য আমরা আইডিএম এর পাশা পাশি টরেন্ট দিয়ে ডাউনলো করে থাকি।

আপনারা সবাই জানেন যে টরেন্ট দিয়ে ডাউনলো করার অনেক সুবিধে আছে। তার মধ্যে আর একটি সুবিধে আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনারা অনেকই বড় বড় ফাইল টরেন্ট দিয়ে ডাউনলোড করে থাকেন। যাদের ইন্টারনেট ফাষ্ট তাদের হয়ত ডাউনলোড করা নিয়ে কোন টেনশন নেই। আর যাদের ইন্টারনেট স্লো তাদের ডাউনলোড করতে অনেক সমস্যা হয়।

আপনি বড় ধরনের কোন ফাইল হয়ত ডাউনলোড দিয়েছেন বাট শেষ হয়নি এমন সময় যদি আপনার কম্পিউটারের নতুন করে অপারেটিং সিন্টেম ইনষ্টল করার প্রয়োজন হতে পারে। কিংবা আপনার সিস্টেম ড্রাইভ ১০০জিবি আর আপনি ডাউনলোড দিয়েছেন ১০০/২০০জিবি সাইজের কোন ফাইল অর্ধেক ডাউনলোড হয়ে আপনার সিস্টেম ড্রাইভ ফুল হয়ে গেছে তখন আপনি কি করবেন। ফাইলটিকে ডিলিট করবেন না করতে হবে না আপনি অর্ধেক ডাউনলোড হওয়া ফাইলটিকে আপনার যে ড্রাইভে পযার্প্ত পরিমানে জায়গা ফাকা আছে সে ড্রাইভে মুভ করে নিয়ে বাকি ফাইলটুকু ডাউনলোড শেষ করুন।

কিন্তু কি ভাবে কাজটি করবেন বুঝতে পারছেননা। নিচে চিত্র সহ দেখান হল।

ধাপ প্রথমঃ

প্রথমে আপনার ডাউনলোড ফাইলটির উপর রাইড বাটন ক্লিক করে Stop করুন। নিচের চিত্রে মত

ধাপ দ্বিতীয়ঃ

ডাউনলোড ফাইলের উপর রাইড বাটন ক্লিক করে Advance ক্লিক করে Set Download Location ক্লিক করুন।

নিচের চিত্রের মত একটি পপআপ উইনডো আসবে সেখান থেকে আপনার নিদ্রিষ্ট ফোল্ডার অথাব ড্রাইভকে সিলেকট করে দিতে পারেন।

ধাপ তৃতীয়ঃ 

আপনার ফাইলটি কমপ্লিটলি মুভ হয়েছে। এখন আপনি আগের মত করে আবার ডাউনলোড শুরু করতে পারেন।

আপনার ডাউনলোড ফাইলটি আগের মত যেখান থেকে ডাউনলোড হয়েছিল সেখান থেকে আবার ডাউনলোড শুরু হবে।

টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

Level 0

আমি সাজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো বস

Level 2

আসলেই ভালো লাগার মত টিউন, ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।

ধ ই ন্না-