প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে আশা করি সকলের কাছে ভালো লাগবে।
এন্ড্রয়েড আমাদের জীবনকে করে দিয়েছে অনেক বেশি সহজ।এখন আর রিচার্জ করা লাগে না ফোনে কথা বলার জন্য।সামান্য কিছু মেগাবাইটের বিনিময়ে খুব সহজেই HD Quality তে কথা বলা যায়।এন্ড্রয়েড ফোনে কথা বলার জন্য বেশ কিছু এপ রয়েছে,তার মধ্যে জনপ্রিয় কিছু এপ হলোঃViver,WhatsApp,Tango,Skype.
তবে এসকল এপে কথা বলা গেলেও ভবিষ্যতে ব্যবহারের জন্য সেগুলো রেকর্ড করা যায় না।সেজন্য হ্য়তো অনেকের অনেক সমস্যায় পরতে হয়।আজ থেকে এই চিন্তাকে ঝেড়ে ফেলুন।কেননা আজ আপনাদের জন্য এরকম একটি এপ নিয়ে আসলাম এর মাধ্যমে আপনি Viver, Tango, WhatsApp, Skype Call রেকর্ড করতে পারবেন।এপটির নাম হলোঃReal Call Recorder.
এই এপটি আপনার ফোনের যেকোন কল রেকর্ড করতে পারবে।এপটির সাইজ মাত্র ৬ মেগাবাইট।আমি আর কথা না বাড়িয়ে নিচ এপটি দিয়ে দিচ্ছি,নিচ থেকে এপটি নামিয়ে ফেলুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...