নিয়ে নিন Nova Launcher Prime v4.2.1 Beta 2 [একটু আগেই রিলিজ পেলো]

প্রথমে সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন আশা করি সকলের ভালো লাগবে।

এন্ড্রয়েড মানেই হলো কাস্টমাইজেশন যা অন্য কোন অপারেটিং সিস্টেমে সম্ভব না।এমন কিছু ট্রিক এমন কিছু এপ রয়েছে যার মাধ্যমে আপনি পুরো ফোনের চেহারাই পরিবর্তন করতে পারবেন।

 

এন্ড্রয়েড ফোনের একটি কমন এপ হলো Launcher.স্টোরে বিভিন্ন Launcher রয়েছে,তবে আমার কাছে Nova Launcher কেই বেস্ট এবং ফাস্ট Launcher বলে মনে হয়।

কিছুক্ষন আগেই Nova Launcher এর নতুন একটি ভার্সন রিলিজ পেলো,তাই আর দেরী না করেই আপনাদের জন্য Launcher টি নিয়ে হাজির হয়ে গেলাম।এটি আগের ভার্সন থেকে আরো বেশি ফাস্ট।যুক্ত হয়েছে নতুন কিছু ফিচার,পাশাপাশি আগের বাগ-গুলো দূর করা হয়েছে।

আর এই Launcher সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।তাই আর দেরী না করে এখুনি নিচ থেকে Launcher টি নামিয়ে ফেলুন।

 

ডাউনলোড

App Name:Nova Launcher

Version:4.2.1 Beta 2

Size:5MB

Link: এখানে ক্লিক করুন

 

ডাউনলোড করার জন্য "Download Now" এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে "Download Now" ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা "UCMini/UC Browser" ব্রাউজার ব্যবহার করবেন।

 

 

 

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস