যারা ভিডিও ইডিট করতে ভালোবাসেন,তাদের জন্য নিয়ে এলাম প্লে স্টোরের নাম্বার ১ পেইড ভিডিও ইডিটর,মিস করবেন তো পস্তাইবেন। [No Root Needed]
সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম চমতকার একটি এপ,যার নামঃVideoShow Pro।।
এর মাধ্যমে আপনি যেকোন ভিডিও কে দিতে পারবেন প্রফেশনাল লুক,যুক্ত করতে পারবেন বিভিন্ন লগো,লেখা,ছবি,এনিমেশন,আরো অনেক কিছু,তাছাড়া ভিডিও কেটে সেভ করতে পারবেন।অনেক গুলো ছবি দিয়ে ভিডিও বানাতে পারবেন.১০ টির ও বেশি ইফেক্ট রিয়েছে যা আপনি ভিডিও এর মধ্যে যুক্ত করতে পারবেন।
আর একটি ভিডিও ইডিট করতে অনেক কম সময় লাগে।আরো একটা জটিল ফিচার হলো আপনি ভিডিও এর মধ্যে আপনার কথা অথবা গান,যেকোন গান যুক্ত করতে পারবেন।
এটি ব্যবহার করতে রুট লাগবে না।কি মজা তাই না??
দেরী করলেই লস।নিচ থেকে নামিয়ে নিন এপটি।
ডাউনলোড করার জন্য #DownloadNow এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে DownloadNow ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা #UCMini ব্রাউজার ব্যবহার করবেন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
app টা মনে হয় ভালই হবে, কিন্তু ডাউনলোড করতে পারিনি । এই লেখা আসছে, Secure Connection Failed