ডাউনলোড করে নিন ১০০০+ ফোল্ডার আইকন আপনার পিসি বা ল্যাপটপের জন্য।

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ১০০০+ ফোল্ডার আইকন আপনার পিসি বা ল্যাপটপের জন্য।

আমরা কম্পিউটারের ডিফল্ড ফোল্ডার আইকন দেখতে দেখতে অনেক সময় বিরক্ত। এবার একটু চেঞ্জ দরকার। আমার ওয়েব সাইট বা কম্পিউটারের ব্যবহারের জন্য বিভিন্ন আইকন ব্যবহার করি। এইসব আইকম ডাউনলোডের প্রচুর সাইট আছে কিন্তু তা একটা একটা করে দেখে দেখে ডাউনলোড করতে হয়। এতে অনেক সময়ের প্রয়োজন হয়। আমি আজকে আপনাদের ১০০০+ আর্কষনীয় আইকন একসাথে দিচ্ছি। আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

ব্যবহারের সুবিধা :

  • এই আইকন প্যাকে প্রায় সকল প্রকার আইকন আছে।
  • ফোল্ডার রিসাইজ করা নেই আপনার বিভিন্ন সফটওয়ার এর মাধ্যমে ফোল্ডার উপযোগী করে তুলতে পারবেন।
  • সব আইকনেই PNG তাই ব্যবহারে বিরাট সুবিধা, ওয়েব থেকে কম্পিউটার এর ফোল্ডার সব জায়গায় ব্যবহার উপযোগী।
  • সব গুলো আইকনেই হাইডেফিনেশন।
  • আইকন গুলো উইন্ডোজ এক্সপি, ৭, ৮, ৮.১ এবং ১০ এ ব্যবহার করতে পারবেন।

 

 

Download link : এখানে প্রায় ১০০০ + আইকন ৭ টি ছোট ছোট ফাইল আকারে দেয়া, যা প্রায় ১৪ এম্বি। আপনারা চাইলে সবগুলাই ডাউনলোড করতে পারেন আবার পার্ট ও ডাউনলোড করতে পারেন।

icon1.rar – 2.1 MB
icon2.rar – 1.2 MB
icon3.rar – 1.9 MB
icon4.rar – 2.4 MB
icon 5.rar – 1.3 MB
icon6.rar – 2.0 MB
icon 7.rar – 3.0 MB

 

সব গুলো আইকন একসাথে রার আকারে শেয়ার করলাম এতে আপনাদের ডাউনলোড করতে সুবিধা হবে। সাইজ মাত্র ১৪ মেগাবাইট। তাই দেরি না করে ডাউনলোড করে বদলে ফেলুন আপনার কম্পিউটারের ডিফল্ড ফোল্ডার আইকন। ডাউনলোড করলেই বুঝবেন কত বড় উপকারে লাগছে।

কারো কিছু বলার থাকলে বা সমস্যা হলে টিউমেন্ট করুন। তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Level New

আমি আসিফ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 133 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস