এইটা আমার দ্বিতীয় টিউন টিটি তে ভুল হলে ক্ষমা করবেন। আমরা সবাই ভালবাসি আমাদের ক্রিকেটার দের ভালবাসি ক্রিকেট কে
তাই কার সাথে কবে খেলা কেকে খেলবে ইত্তাদি নানা বিষয় জানতে জাই গুগল এর কাছে। এখন তার আর প্রয়োজন নাই জাদের আন্ড্রইড ফোন আছে তারা ডাওনলোড করেনিন ক্রিকেট বাংলাদেশ অ্যাপ টি ফ্রি তে
কি কি আছে অ্যাপ টিতে ?
বাংলাদেশের আবেগের আরেক প্রতিশব্দ যেন ক্রিকেট। রূপে-রঙে ক্রিকেটকে নিয়ে মাতামাতির শেষ নেই এই ষোল কোটি জনতার। ক্রিকেট পাগল এই জাতির জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে নির্মিত মোবাইল অ্যাপ্লিকেশন “ক্রিকেট বাংলাদেশ”। অনন্য সব ফিচার আর সেবার মানোন্নায়নের মাধ্যমে সেই উন্মাদনাকে অন্য রূপে নিয়ে গেছে “ক্রিকেট বাংলাদেশ”। বাংলায় লাইভ স্কোর, প্লেয়ার প্রোফাইল, ম্যাচ শিডিউল কিংবা নিউজসহ রয়েছে রকমারী সব ফিচার। সোজাসাপ্টা আলো ফেলি সেই সব ফিচারের ওপরেইঃ
* লাইভস্কোরঃ বাংলাদেশের সবগুলো ম্যাচের সরাসরি স্কোর আপডেট পাওয়া যাবে সম্পূর্ণ বাংলায়।
* নিউজঃ বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট দল সংক্রান্ত সর্বশেষ যে কোন খবর জানতে চোখ রাখুন এই ফিচারে।
* টাইগার্সঃ পরিপূর্ণ স্ট্যাটিস্টিক্সসহ সকল খেলোয়াড়দের প্লেয়ার প্রোফাইল পাওয়া যাবে এখান থেকে।
* ম্যাচফিকশ্চারঃ চলমান ও পরবর্তী সকল সিরিজের ম্যাচ শিডিউলসহ থাকবে সাম্প্রতিক অতীতের সকল ম্যাচের ফলাফলসহ তালিকা।
* ভিডিওঃ বাংলাদেশের খেলার গুরুত্বপূর্ণ ভিডিও খুঁজে পেতে খুবস হজেই ব্যবহার করুন এই অপশনটি।
* ফ্যানজোনঃ টাইগারদের শুভ কামনা জানাতে কিংবা আপনার যে কোন সুচিন্তিত মতামত জানাতে ব্যবহার করুন “ফ্যান জোন” অপশনটি।
* সোশ্যালঃ সামাজিক যোগাযোগের অপরিপূরক মাধ্যম ফেসবুকের যে কোন হালহকিকত জানতে বা পছন্দের খবরটি শেয়ার করে বন্ধুদের জানাতে ব্যবহার করুন সোশ্যাল।
আর কিকি ?
১। সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস
২। লাইভ স্কোরবোর্ড আগের চেয়ে আরো অনেক বেশি দ্রুত
৩। প্রত্যেকটি নিউজে লাইক,টিউমেন্ট এবং শেয়ার করার সুবিধা
৪। শেয়ার করতে পারবেন লাইভ স্কোরবোর্ড
৫। ফ্যানজোনে ছবি টিউন,লাইক,টিউমেন্ট এবং নোটিফিকেশন সুবিধা
৬। বিপিএল সহ আন্তর্জাতিক সব ম্যাচের পয়েন্ট টেবিল
টিউমেন্ট করতে ভুলবেন না...।। ধন্যবাদ সবাইকে...