সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।ইতিমধ্যেই হয়তো অনেকেই ঘুমিয়ে পরেছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে,আশা করি আগে কেউ এটা নিয়ে টিউন করে নাই,আমি ই প্রথম।য়ামি আশাবাদি যে এই টিউনটি সকলের ভালো লাগবে,আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি।
অনেক দিন ধরেই কথা চলছিলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি গেইম বানানো হবে।তারপর অনেক কল্পনা,স্বপ্ন,সময় শেষে শুনা গেলো বিজয় দিবসেই গেইমটি মুক্তি দেয়া হবে,আর গেইমটির নাম হলোঃ Heroes Of 71 . আজ এই গেইমটি নিয়েই আমার এই টিউন।
গেইমটি খেলার পর অনেক অনেক ভালো লেগেছে,নিজেকে এদেশের নাগরিক হিসেবে ধন্য মনে হচ্ছে।গেইমটির গ্রাফিক্স অসাধারণ।অসাধারণ সব মিশন।
৮৪ এম্বির এই গেইমে অনেক কিছু রয়েছে,আমি কিছু বলতে চাচ্ছি না,কারণ বললেই মজা টা শেষ হয়ে যাবে।আপনারা নিজেরাই খেলে দেখুন গেইমটি কেমন হয়েছে।
তো আর দেরী কেন এখুনি নিচ থেকে গেইমটি ডাউনলোড করে ফেলুন.একটাই অনুরোধ করবো সবাই গেইমটি ডাউনলোড করবেন।কারণ আমাদের দেশের জিনিসকে সবার আগে মূল্য দিতে হবে,তাই নয় কি?
Game Name: Heroes Of 71
Size:84MB
Link: এখানে ক্লিক করুন,ধন্যবাদ
***Download করতে কোন সমস্যা হলে Create Download Link-এ ক্লিক দিবেন,তারপরের পেইজে একটা ডাউনলোড লিঙ্ক পাবেন,সেখানে ক্লিক দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।***
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
নিশ্চয়ই, ভালো লেগেছে।