সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।হাজির হলাম নতুন এক টিউন নিয়ে আশা করি সকলের ভালো লাগবে।
কম্পিউটার আমাদের জীবনের একটি নিত্য-প্রয়োজনীয় জিনিস,এটি ছাড়া আমরা এক মুহুর্ত কল্পনা করতে পারি না।এটি এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।
তবে কিছু বিকৃত রুচির মানুষ এই কম্পিউটারের বিপক্ষে তৈঁরী করেছে,কিছু প্রোগ্রাম,যা কম্পিউটার এর কার্যক্ষমতা কে নষ্ট করে দেয়,কাজে ব্যাঘাত ঘটায়,প্রয়োজনীয় ফাইল ডিলিট/নষ্ট করে দেয়।যা খুবিও বিপদজনক।যে কারো সময়,যা কারো সাথে ঘটে যেতে পারে এই ভয়াবহ কর্মকান্ড।তাই এবার পালা আগে থেকেই সাবধান হবার।
এই সকল প্রোগ্রাম-সমূহ কে ভাইরাস বলা যায়,অনেকেই হয়তো ভাইসার সম্পর্কে জানেন,নতুন করে কিছু বলার নেই।আর এই ভাইরাস কে প্রতিহত/প্রতিরোধ করার জন্যই বাজারে বিভিন্ন ব্রান্ডের এন্টিভাইরাস পাওয়া যায়,যা আমাদেরকে ভাইরাস থেকে সুরক্ষা দান করে।
তবে বাজারে যেই এন্টিভাইরাস গুলো পাওয়া যায় তা কিন্তু ফ্রী নয়,একটি এন্টিভাইরাস শুধুমাত্র একটি কম্পিউটারে ব্যবহার করা যায়,আর এর জন্য আপনাকে গুণতে হয় ডলার কিংবা টাকা।
তবে অনেকের টাকা না থাকার ফলে,এন্টিভাইরাস কেনার সামার্থ্য না থাকার কারণে, বিভিন্ন ফ্রী এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন,যা ততটা কার্যকর নাও হতে পারে,সব সময় সুবিধার নাও হতে পারে।
তাই আজ আপনাদের কথা মাথায় রেখে সকল এন্টিভাইরাসের সিরিয়াল কী এবং লাইসেন্স ফাইল নিয়ে আসলাম।এবার সকল এন্টিভাইরাস এর পেইড ভার্সন খুব সহজেই ব্যবহার করতে পারবেন সিরিয়াল কী এবং লাইসেন্স ফাইলের মাধ্যমে।
চলুন দেখে নিই কি কি এন্টিভাইরাসের কি আজ আপনাদের দেয়া হবেঃ
তো আর দেরী কেন এখুনি নিচ থেকে নামিয়ে ফেলুন সকল সিরিয়াল কী এবং লাইসেন্স ফাইল,আপনাদের সুবিধার জন্য আমি সব গুলো কী এক সাথে জীপ করে দিয়েছি।
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
রেখে দিলাম। পরে কাজে লাগবে