সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ হাজির হলাম নতুন এক টিউন নিয়ে,আশা করি সকলের ভালো লাগবে।
এন্ড্রয়েড আসাতে আমরা অনেকে পিসির কথা ভুলেই গেছি,আজ পিসির জন্য নিয়ে এলাম অনেক গুরুত্বপূর্ণ একট এপ।এপটি আমার অনেক উপকারে এসেছে বিধায় আজ তা আপনাদের সবার জন্য নিয়ে এসেছি।
এপটির নাম হলো-Nitro Pro.
চলুন দেখে নিই এই এপ দিয়ে কি কি করতে পারবেনঃ
১)যেকোন PDF Books,File পড়তে পারবেন।
২)ইংলিশ, বাংলা যেকোন ভাষার বই পড়তে পারবেন।
৩)যেকোন ফাইলে কে PDF File বানাতে পারবেন।
৪)PDF File কে বিভিন্ন ভাবে ইডিট/সম্পাদনা করতে পারবেন।
৫)পিডিএফ ফাইলের মধ্যে বিভিন্ন ছবি,লেখা,প্রতীক ঢুকাতে পারবেন।
৬)PDF ফাইলকে Doc ফাইলে কনভার্ট করতে পারবেন।
৭) আরো অনেক কিছু করতে পারবেন।
এই এপটির মূল্য নির্ধারণ করা হয়েছে 159.99 ডলার।যা বাংলাদেশী টাকায় ১২ হাজার টাকার মত বা তার থেকে বেশি।
তবে আপনারা এখান থেকে ফ্রী ভার্সন ডাউনলোড করতে পারবেন,যা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।তার বেশি ব্যবহার করতে চাইলে আপনাকে এপটি ১২ হাজার টাকা দিয়ে কিনে নিতে হবে।তবে খুশির খবর হচ্ছে আজ এই এপটি আপনাকে দিচ্ছু সম্পূর্ণ ফ্রীতে অর্থাৎ বিনামূল্যে।
আর বেশি কথা বাড়াবো না এখুনি নিচ থেকে এপটি নামিয়ে ফেলুন।
App Name:Nitro Pro
Size: 52.4 MB
Supported OS:Winows Vista,7,8,8.1 & 10
App Link: এখানে ক্লিক করুন
Crack: এখানে ক্লিক করুন
1] Install The App
2] Do not Launch The App
3] Copy Content from Crack Folder to Install Directory [C:\Program Files\Nitro\Pro 9]
4] Run Registration.reg File
5] Enjoy This Release!!
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
আপনি সবসময় মানসম্মত টিউন করেন, অনেক ধন্যবাদ