গ্রন্থকীটঃ এক মুঠো বাংলা কমিকস

বই পড়ার চল একদম কমে গেছে। এখনকার কিশোর প্রজন্ম আর কমিকস বই পড়ে না। বাংলা সাহিত্যে কমিকস ধারা খুব বেশী উজ্জ্বল স্থান অর্জন করতে না পারলে একেবারে ফেলে দেবার মত নয়। টিনটিন কমিকস পড়েনি বা ম্যুভি দেখেনি এমন টিউনার খুব কম আছে। অনেক দিন বই টই নিয়ে কিছুই লেখা হয় না। যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য গ্রন্থকীটের অনেকগুলো পর্ব লিখেছিলাম। তোমরা জানো আমি সরাসরি বই ডাউনলোডের লিংক দিয়ে দেই। কোন ঘুর প্যাচ নেই। আজ তোমাদের দিবো একগাদা কমিকস। আজ তোমাদের দেবো নন্টে ফন্টে কালেকশান। ছবিতে ছবিতে ফুটে উঠবে হাসির সব গল্প।

 

নন্টে ফন্টে বাঙলা ভাষায় লিখিত জনপ্রিয় একটি চিত্রায়িত কমিকস। একটি বিখ্যাত ভারতীয় বাঙ্গালী চিত্রশিল্পী নারায়ণ দেবনাথের কর্তৃক উদ্ভাবিত ও অংকিত। এটি প্রথম প্রকাশিত হয় মাসিক পত্রিকা 'কিশোর ভারতী'তে(১৯৬৯)। পরবর্তীতে দেব সাহিত্য কুটির থেকে বই আকারে প্রকাশিত হয়েছে। ২০০৩ খ্রিস্টাব্দ থেকে রঙিন সংষ্করণও প্রকাশিত হচ্ছে। এই কমিক থেকে পরে একটি এনিমেটেড ভিডিও সিরিজও নির্মিত হয়েছে।

 বই নামাতে ছবির উপর ক্লিক করুন

নন্টে ফন্টে পার্টঃ ০১

নন্টে ফন্টে পার্টঃ০২

নন্টে ফন্টে পার্টঃ০৩

নন্টে ফন্টে পার্টঃ০৪

নন্টে ফন্টে পার্টঃ০৫

নন্টে ফন্টে পার্টঃ০৬

নন্টে ফন্টে পার্টঃ ০৭

নন্টে ফন্টে পার্টঃ ০৮

নন্টে ফন্টে পার্টঃ০৯

আমি ইদানিং অনুবাদ সাহিত্যের প্রতি বেশী ঝুঁকেছি। একটার পড় একটা অনুবাদ উপন্যাস পড়ে চলেছি। নেট ঘেটে আমার সংগ্রহ করা বইগুলো আমি জমিয়ে রেখেছি এখানে। লাগলে ঘুরে আসতে পারো।
গ্রন্থকীট

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ডাউনলোড না করেও যে বই পড়া যায় তার একতি জলন্ত উদাহরণ হলো http://dihan-news.blogspot.com এই ওয়েবসাইট টি।