بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ (বিসমিল্লাহির রাহমানির রাহিম)
আসসালামু আলাইকুম। Rubik's Cube সিরিজের টিউনে সবাইকে স্বাগতম। Rubik's Cube নামটি আমাদের অনেকের কাছেই পরিচিত। অনেকে আবার একে পাজেল নামেও চিনে থাকেন। যাই হোক এর সমাধান করা খুব একটা সহজ ব্যাপার না, অনেকটা ধাঁধাঁর মত। google, youtube খুজলে অনেক টিউটোরিয়াল পাবেন কিন্তু তার প্রায়ই সবই খুব একটা পরিষ্কার ধারনা পাওয়া যায় না, সেই সাথে অনেক ম্যাথড আবার বিগেনার দের উপযোগী নয়। কিন্তু আপনাদের নতুনদের কথা চিন্তা করে আমি আজকে নিয়ে এলাম সবচেয়ে সহজ উপায়ে রুবিক্স কিউব সমগ্র। আসলে আপনাকে প্রথমে বুঝতে হবে এটি কিভাবে কাজ করে, তারপর স্টেপ বাই স্টেপ সমাধান করার জন্য কি কি প্রসেস আছে সেগুলো আয়ত্তে আনতে হবে। ১ম বার সমাধান করার জন্য অনেক বেশী সময় লাগতে পারে তাই অবশ্যই ধৈর্যশীল হতে হবে। প্রতিটি স্টেপ বুঝে বুঝে কয়েকবার করে প্রাকটিস করবেন। একসময় আপনি নিজেই এক্সপার্ট হয়ে যাবেন।
যাদের রুবিক্স কিউব নেই তাদের জন্য নিয়ে এলাম ভার্চুয়াল কিউব, যেখানে আপনি 3x3 4x4 5x5 কিংবা আপনার পছন্দ মত কিউব সেট করতে পারবেন। তাহলে আর দেরি কেন ? এবার আপনিও হয়ে যান রুবিক্স কিউবার।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি
sundor post