বার বার Refresh এর ঝামেলা আর কত? এবার আপনার কম্পিউটার Auto Refresh হবে।

আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভাল আছেন।

বার বার Refresh করা অনেক ঝামেলা নাকি?

ঝামেলা মনে হলে এবার ব্যবহার করুন Auto Refresh প্রোগ্রামিং।

উইন্ডোজ স্বীকৃত কোড।

কীভাবে করবেনঃ

১. প্রথমে রেজি ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে;

২. Double Click করুন;

৩. ইয়েস ইয়েস চাপুন

৪. তারপর PC রিস্টার্ট দিন।

৫. এখন থেকে আপনার কম্পিউটার Auto Refresh হবে।

বুঝবেন কীভাবে?

আপনার পিসি Slow হবে না। সেহেতু কাজ হচ্ছে নিচ্চিত। কি বলেন?

ধন্যবাদ সবাইকে।

আশা করি সবার কাজে লাগবে।

 

আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প‌্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই , refresh করার ফায়দা কি?

bro plz help me sokal bela techtunes a 2ta post hoysilo 1ti clash of clan o opor ti gp data bais
o khane 2ti software link silo. ami download kore amar pc te insttall deoar por amar pc sob file hack hoy gese kono file open hoyte se na. kibabe ami amar file golo fire pabo jodi jano tahole bolo plz plz……?????????????