সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।
আমরা সবাই তো কম আর বেশি এন্ড্রয়েড ফোন ব্যবহার করি।আর এন্ড্রয়েড ফোন দিয়ে করা যায় না এমন কোন কাজ নেই।গান শুনা,মুভি দেখা,ছবি আকা,ছবি তুলা,ছবি সম্পাদনা করা,ভিডিও ইডিট করা সহ আরো অনেক কাজ করি।
কিন্ত এ সকল কাজের জন্য ভালো মানের একটি মেমরি কার্ড দরকার।বাজারে বিভিন্ন ব্রান্ডের মেমরি কার্ড পাওয়া যায়।কিন্ত একটু ভেবে দেখেন তো সব ব্রান্ডের মেমরী কার্ড কি ভালো?
অনেক সময় অনেকে অভিযোগ করে যে ফোন স্লো হয়ে গেছে,অথচ Ram Check করে দেখা যায় Ram খালি আছে কিন্তু ফোন তাও স্লো।আসলে ফোন স্লো হওয়ার পিছনে আপনার ফোন কিংবা ফোনের Ram দায়ী না।দায়ী হলো মেমরি কার্ড।আপনি যে মেমরি কার্ড ব্যবহার করছেন তা হয়তো ঠিক মতো কাজ করছে না।
তাই আমাদের সবার উচিত ভালো মানের মেমরি কার্ড কেনা,কিন্ত জানবেন কীভাবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ।চিন্তার কোন কারণ নেই,আজ এমন একটি এপ নিয়ে আসলাম এর মাধ্যমে খুব সহজেই মেমরি কার্ডের মান নির্ধারণ করতে পারবেন।
মূলত মেমরি কার্ডের মান নির্ধারণ করা হয় ক্লাস অনুযায়ী।আর ক্লাস মাপাই হলো এই এপের মূল কাজ।এপটির নাম হলোঃSD Tools Pro.নামের শেষে যেহেতু প্রো লাগানো আছে,সেহেতু বুঝতেই পারছেন এটি কোন ফ্রী ভার্সন নয়।মেমরী কার্ডের বিভিন্ন ক্লাস রয়েছেঃ
ক্লাস ২ [এর ডেটা রিড/রাইট করার ক্ষমতা ২ এম্বির মত]
ক্লাস ৪ [এর ডেটা রিড/রাইট করার ক্ষমতা ৪ এম্বির মত]
ক্লাস ১০ [এর ডেটা রিড/রাইট করার ক্ষমতা ১০ এম্বি বা তার থেকে বেশি এম্বির মত]
তো আর দেরী কেন?এখুনি নিচ থেকে এপটি নামিয়ে ফেলুন।
App Name:SD Tool Pro
Size:311KB
Link: এখানে ক্লিক করুন
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...