মাত্র ১.৮৫ এম.বি ফ্রী সফটঅয়্যারের সাহায্য পোর্টেবল করুন যেকোনো সফটঅয়্যারকে।

সোনার বাংলাদেশ যার  এমন কোথাও সোনার খনি তো দুরের কথা রুপার খনি ও নেই। তার পরও আমাদের যে স্বল্প সম্পদ আছে তার যদি সঠিক ব্যবহার করা যেত তাহলে আমদের প্রবাসে অন্য দেশের মানুসদের কাছে এত অপমান হতে হতো না।

গরিব এই দেশের কমপিউটারগুলোও এরমতো গরিব মানে অত্যন্ত দুর্বল কনফিগারেশনের।কিন্তু আমরা যদি এই দুর্বল কনফিগারেশনের পিসিকে একটু সুষ্ঠু ব্যবস্থাপনায় চালাই তাহলে অন্তত কিছুটা ভালো মানের পিসি ব্যবহার স্বাদ পেতে পারি।

আমরা যদি আমদের পিসিতে পোর্টেবল সফটয়্যার ব্যবহার করি তাহলে আমরা একসাথে অনেক সফট ব্যবহার করতে পারবো ।

Cameyo এমন ই একটি ফ্রী সফট ।যার সাহায্য খুব সহজে সফটঅয়্যারকে পোর্টেবল করা যায়।

প্রথমে এখানে ক্লি্ক করে ডাউলোড ও ইনসটল করুন।

capture install select করুন।

একটু অপেক্ষা করুন।

 এই স্ক্রীন এলে আপনার সফটটি ইন্সটল করুন।

তারপর install done সিলেক্ট করুন ।

তারপর file>save project সিলেক্ট করুন এবং আপনার পোর্টেবল সফট অয়্যারটি উপভোগ করুন।

সবাইকে ধন্যবাদ ।

বি.দ্রঃআগে টিটিতে এমন আরেকটি সফট thinstall নিয়ে টিউন হয়েছে ।দুটি সফটই ভালো । যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করুন।

যদি একরকম সফট এঁর টিউন টিটির নিয়ম এঁর বাইরে তাহলে আমি ক্ষমা চাই।  নিচে thinstall এর tune link দিলাম। 

https://www.techtunes.io/internet/tune-id/8060/

Level 0

আমি অশ্রু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খোদা যদি সব কিছু আগেই ঠিক করে রেখেছেন তাহলে এত আবেদনের কি অর্থ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ ভাই। খুব ভালো একটা সফটওয়ার শেয়ার করেছেন। আমিও পোর্টেবল সফটওয়ারের ফ্যান। রেজিস্ট্রিতে ঝামেলা করে না। এইরকম সফটয়ার টেকটিউন্সের বাইরে হওয়ার কোনো কারনই নাই, সুতরাং আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। চালিয়ে যান।

    Mr. Nazmul->Are You spamming?

    @আনাম
    কেমন আছ ভাই ।
    এই Nazmul হল এক বিরক্তিকর চিরিয়া ।
    সব খানেই একই কাজ করে ।
    যাই হওক ধাকায় গেছ নাকি বগুরাতেই আছো ?

ধন্যবাদ সুন্দর সফটওয়্যারটি দেয়ার জন্য। আর একই টিউন বারবার হলে তখন সমস্যা হত। আপনি যে সফটওয়ারটি দিয়েছেন তা একদম নতুন তাই @নিবিড় ভাইয়ের সাথে একমত হয়ে বলছি আপনার ক্ষমা চাওয়ার কোন দরকার নেই। আরেক বার ধন্যবাদ এই জন্য যে আপনি টিউন করার আগে টিউন সার্চ করে দেখছেন আগে একই রকম কোন টিউন ছিন কিনা।

ভালো হয়েছে চালিয়ে যান ধন্যবাদ।

সবচেয়ে বড় কথা এটা কমারশিয়াল না। শুধু এই পোষ্টে কমেন্ট করতে ভারসিটির পিসি থেকে লগিন করলাম, Thank You.

Could u plz. ban Mr. Nazmul in TT.

ভাই, Download করলে তো Cameyo-1.55.324.0.msi.txt এই নামে ফাইল আসে। ইন্সটল করব কিভাবে???????????????

আজিজুল ভাই,
আমি লিঙ্ক চেক করলাম ঠিক আছে।
তারপরও যদি প্রবলেম হয় তাহলে আপনি মূল সাইট থেকে নিন।
আর চিন্তার কিছু নাই এটি সম্পূর্ণ ফ্রী সফট।

http://www.cameyo.com/

ভালো থাকুন।

অসাধারন একটি সফ্যটওয়ার। আমার কাজে লেগেছে।

আমার জানা মতে এইটা টেকটিউন্সের নীতিমালা লঙ্গন করেনাই।
আপনি ভাল একটা জিনিস শেয়ার করলেন এই জন্য আপনাকে ধন্যবাদ।
কিন্তু আমার কিছু জানার আছে।
১।এইটা দিয়ে কি ফটোশপের মত বড় বড় সফট গুলু পোর্টেবল করা যাবে?
২।পোর্টেবল করার পর ট্রায়াল ভাষর্ন গুলু কিভাবে ফুল ভার্ষন করব আগের সিরিয়াল কী কি কাজে আসবে?

    আতাউর ভাই,
    আমি ফটোসপ করে দেখিনি কিন্তু নিরমাতারা তো বলছে সব।

এই সফটওয়্যারটি দিয়ে কাজ করলে পোর্টেবল এপ্লিক্যাশান এর সাইজ অনেক বেড়ে যায়। যেমন : আমি ACDSee কে করেছিলাম যার নরমালি ইনস্টলেশান সাইট ৪ মেগা সেটা হয়ে গেলো ৬০ মেগার বেশি।
কারো কাছে কি অফিস ২০০৭ বা এম এস ওয়ার্ড ২০০৭, এক্সেল ২০০৭ এর ভিন্ন ভিন্ন পোর্টেবল ভার্সন আছে ?

Cameyo এর আপ টু ডেট ভার্শন ইন্সটল করলাম।কিন্তু capture installation পাচ্ছিনা।

পি.ডি.এফ তৈরিতে এই সফটয়্যারটি মাঝে মাঝে ব্যবহার করি।ব্যক্তিগত ভাবে এটা আমার ভালো লাগেনা।