সোনার বাংলাদেশ যার এমন কোথাও সোনার খনি তো দুরের কথা রুপার খনি ও নেই। তার পরও আমাদের যে স্বল্প সম্পদ আছে তার যদি সঠিক ব্যবহার করা যেত তাহলে আমদের প্রবাসে অন্য দেশের মানুসদের কাছে এত অপমান হতে হতো না।
গরিব এই দেশের কমপিউটারগুলোও এরমতো গরিব মানে অত্যন্ত দুর্বল কনফিগারেশনের।কিন্তু আমরা যদি এই দুর্বল কনফিগারেশনের পিসিকে একটু সুষ্ঠু ব্যবস্থাপনায় চালাই তাহলে অন্তত কিছুটা ভালো মানের পিসি ব্যবহার স্বাদ পেতে পারি।
আমরা যদি আমদের পিসিতে পোর্টেবল সফটয়্যার ব্যবহার করি তাহলে আমরা একসাথে অনেক সফট ব্যবহার করতে পারবো ।
Cameyo এমন ই একটি ফ্রী সফট ।যার সাহায্য খুব সহজে সফটঅয়্যারকে পোর্টেবল করা যায়।
প্রথমে এখানে ক্লি্ক করে ডাউলোড ও ইনসটল করুন।
capture install select করুন।
একটু অপেক্ষা করুন।
া এই স্ক্রীন এলে আপনার সফটটি ইন্সটল করুন।
তারপর install done সিলেক্ট করুন ।
তারপর file>save project সিলেক্ট করুন এবং আপনার পোর্টেবল সফট অয়্যারটি উপভোগ করুন।
সবাইকে ধন্যবাদ ।
বি.দ্রঃআগে টিটিতে এমন আরেকটি সফট thinstall নিয়ে টিউন হয়েছে ।দুটি সফটই ভালো । যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করুন।
যদি একরকম সফট এঁর টিউন টিটির নিয়ম এঁর বাইরে তাহলে আমি ক্ষমা চাই। নিচে thinstall এর tune link দিলাম।
আমি অশ্রু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খোদা যদি সব কিছু আগেই ঠিক করে রেখেছেন তাহলে এত আবেদনের কি অর্থ।
অনেক ধন্যবাদ ভাই। খুব ভালো একটা সফটওয়ার শেয়ার করেছেন। আমিও পোর্টেবল সফটওয়ারের ফ্যান। রেজিস্ট্রিতে ঝামেলা করে না। এইরকম সফটয়ার টেকটিউন্সের বাইরে হওয়ার কোনো কারনই নাই, সুতরাং আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। চালিয়ে যান।