ছবি তুলা আমাদের পেশা,নেশা,শখ আরও অনেক কিছু। তবে দেখা যায় অনেক সময় ছবি তুলার পর ছবিটা মন মতো হয় নি। অনেক সময় একটু ঘোলা,ক্যামেরা ইফেক্ট এর কারনে এরকম ওরকম হয় আর সেটা আমাদের এডিট করে নিতে হয় ফটোশপ কিংবা ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে। তবে যদি আপনি ফটো এডিটিং না জানেন? তাহলে কি করবেন? তাই সলিউশন দিয়ে দিচ্ছি। আপনার ছবিটি অটোমেটিক স্কেন করে তার ভিবিন্য দিক গুলো ঠিক করে দিবে এই ছোট একটি সফটওয়্যার। মানে আপনার ছবিকে করে তুলবে পারফেক্টলি ক্লিয়ার। প্লে স্টোর থেকে অ্যাপ টি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তবে নিচের লিংক থেকে ফ্রি তে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার আগে দেখে নেই এই অ্যাপ এর কিছু কাজ।
আশা করি সবার কাজে লাগবে।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।
আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque