বিসমিল্লাহির রহমানীর রাহীম।
আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের কে আমি এমন একটি সফটওয়্যার দেব যেটার মাধ্যমে আপনার ডেস্কটপ হয়ে ওঠবে আকর্ষণীয়।
আপনাদের কারো কাছে এই সফটওয়্যার থাকতেও পারে। যাদের কাছে এই সফটওয়্যার টি আছে এই টিউন তাদের জন্য নয়।
সফটওয়্যার এর নাম হচ্ছে king.
এই সফটওয়্যার এ আপনার ডেস্কটপ এ মাছরাঙা উড়বে এবং তারা কিছু শব্দও করবে। 😛
ডাউনলোড করতে প্রথমে নিচের ছবিটা দেখুন তার পর ডাউনলোড লিংক এ ক্লিক করুন
: : : : : : : : : : : : : : : : : :
সফটওয়্যার টি install করার প্রয়োজন নেই। শুধু ডাবল ক্লিক করলেই হবে।
প্রত্যেকবার ডাবল ক্লিক করলেই দেখবেন ১ টি মাছরাঙা উড়বে। এভাবে আপনি একসাথে সর্বোচ্চ ১৫ টি মাছরাঙা উড়াতে পারবেন।
এই সফটওয়্যার নিয়ে আমি বেশি কিছু বলতে চাইনা। আপনি একবার ডাউনলোড করেই দেখেন ভাল লাগে কি না।
আশা করি সবার কাজে লাগবে
ভাল থাকবেন সবাই।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।
আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque
Boss!
Ei software er Android version pawa jabe?