সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন একটি এপের লেটেস্ট ভার্সন নিয়ে,আশা করি সকলের ভালো লাগবে।
পিসি তথা পার্সোনাল কম্পিউটার এর ভূমিকা অনস্বীকার্য।এর মাধ্যমে করা যায় না এরকম কোন কাজ নেই।কিন্তু কেমন লাগে যখন প্রয়োজনের সময় পিসি টি দুর্বল কিংবা মন্থর গতির হয়ে যায়।কোন একটা ফাইল কপি পেস্ট করবেন কিন্তু দেখলেন আপনার পিসি ঘুমাচ্ছে,কচ্ছপের গতির মত হয়ে যাচ্ছে।ততক্ষনে আপনার গুরুত্বপূর্ন সময় কিন্তু চলে যাবে।
তবে সমস্যা নেই,আজ আপনাদের জন্য এরকম একটি এপ নিয়ে আসলাম যার মাধ্যমে আপনার পিসির কপি পেস্ট স্পীড দ্বিগুন হয়ে যাবে।এপটির নাম হলো Tera Copy Faster.
এর মাধ্যমে আপনারা যেকোন ফাইল খুব দ্রুত Cut/Copy/Paste করতে পারবেন।তাছাড়া এটি কিন্তু কোন ফ্রী ভার্সন নয়,এটি কিনতে হলে আপনাকে ডলার গুণতে হবে।তবে আজ আপনাকে এটি দিচ্ছি সম্পূর্ন ফ্রীতে।
তো আর দেরী কেন????এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন,আর আপনার পিসির কপি/পেস্ট স্পীডকে করে ফেলুন দ্বিগুণ।
App Name:Tera Copy Faster
Version: TeraCopy Pro 3.0 alpha 5
Size: 4.38MB
Link: এখানে ক্লিক করুন
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
এটা কি সত্যি কাজ করে