আসসালামু আলাইকুম,
আজ আমি যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তা দিয়ে যে কোন সফটওয়্যার Uninstall করতে পারবেন এর সাথে রেলাটেড সকল প্রকার রেজিস্ট্রি কি সহ। ফলে পিসি থেকে যে কোন সফটওয়্যার সম্পূর্ণ ভাবে Uninstall কারা যায়। শুধু তাই নয় এই সফটওয়্যার দিয়ে start up সফটওয়্যার গুলো নিয়ন্ত্রন করতে পারবেন এবং junk file গুলো রিমোভ করতে পারবেন।
কিভাবে Uninstall করবেনঃ
কিভাবে Junk File রিমোভ করবেনঃ
কিভাবে start up সফটওয়্যার গুলো নিয়ন্ত্রন করবেনঃ
আশাকরি সবার কাজে লাগবে
ভাল থাকবেন সবাই।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।
আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque
আমি গ্রামীন মডেম ব্যবহার করি ।কিন্তু কদিন আগে আমার একটা সমস্যা হয়েছে-তা হল মডেম ইন্সটল করতে গেলে আমার ক্যাস্পারস্কি অ্যান্টিভাইরাস ডিটেক্ট করে কাজেই all program মডেম এর সফটওয়ার দেখাচ্ছে কিন্তু control panel এ গেলে গ্রামীন মডেম show করছে না ।এখন না পারছি মডেম ব্যবহার করাতে না পারছি ইন্সটল করতে। আমি max uninstaller,your uninstaller,iobit uninstaller ব্যবহার করে দেখেছি। কোনটাতেই কাজ হচ্ছে না। জানা থাকলে অবশ্যই জানাবেন।