আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি ভাল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি data recover সফটি। নেটে অনেক ধরনের data recover সফট পাওয়া যায়। কিন্তু সেগুলোর বেশিরভাগ দিয়েই pan drive/ memory card এমনকি computer থেকেও ঠিকভাবে data recover করা যায় না। এজন্য আমি আপনাদের জন্য দিচ্ছিএই data recover সফটি। যার দারা আপনি pan drive/ memory card/computer থেকে data recover করতে পারবেন। প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটা ডাউনলোড করে নিনঃ
ডাউনলোড লিংকঃ Data recover software
এখন সফটা setup দিন।
এখন help থেকে enter registration key তে যান। এখানে registration key দিয়ে সফটা active করুন।এখন আপনি pan drive/ memory card/computer থেকে data recover করতে পারবেন।
এখন কাজ শেষ।
ধন্যবাদ।
আশা করি আপানাদের কাজে লাগবে
বিঃদ্রঃ প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
আশা করি সবার কাজে লাগবে।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque