বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করছি ভালোই আছেন। অনেকদিন আপনাদের জন্য কিছু লিখা হয় না। তাই আজ চিন্তা করলাম কিছু লিখা দরকার।
কি বলবো ভাই দেশের ইন্টারনটের যে বেহাল দশা। ইন্টারনেট চালাতে বসলেই মাথা নষ্ট হয়ে যায়। তাই আর ভালো লাগে না।
যাই হোক আসল কথাই আসি। আমরা কম বেশি সবাই হয়তো IDM অথাৎ Internet Download Manager এর সাথে পরিচিত। সবাই জানি যে ডাওনলোড করার জন্য এটার মত ভালো সফটওয়ার আর নেই। কিন্তু ভাই ভালো জিনিসের এমন কত গুলো খারাপ দিক আছে যেগুলো মাথা খারাপ করে ফেলে।
অনেক সময় দেখা যায় IDM সেটআপ দেওয়ার পর
Fake Serial এ ধরনের সমস্যা দেখায়। আজ আমি অাপনাদের এ সমস্যাটির সমাধান দিবো। আপনাদেরকে IDM এর এমন একটি ভারসন এর সফটওয়ার দিবো যেটি একবার সেটআপদিলে আপনার পিসি সেটআপ না দেওয়া পর্যন্ত আর কোন সমস্যা হবে না। নিচের লিংক থেকে সফটওয়ারটি ডাওনলোড করে নিন।
IDM এর এই ভারসনটি আমার টাকা দিয়ে কিনা। আমিও যখন এ সমস্যাই ভুগতেছিলাম তখন অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করার পর এই সফটওয়ারটি বার করসি। তাই আপনাদের সেয়ার করলাম। আশা করছি আপনারা উপকৃত হবেন। কোন সমস্যা হলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। ডাওনলোড করেতে সমস্যা করলে আমার সাইট থেকে ঘুরে আসবেন। আশা করছি অনেক অজানা তথ্যের সমাধান পাবেন। যারা আমার সাইটের রেগুলার ভিজিটর হবেন তাদের আমি বিশেষ কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করবো।
ধন্যবাদ সবাইকে
সময় থাকলে আমার সাইটটি একবার হলেও ঘুরে আসবেন। http://tecnicaltunes.blogspot.com
কোন সমস্যা হলে আমাকে ই-*মেইল করুন [email protected]
আমি পাবেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই Eset তো “Trojan…..Trojan…….Trojan” বলে চিল্লানো শুরু করেছে।