আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই। আশা করছি ভাল। আমি ভাল আছি আলহামদুল্লিাহ।আজ উপস্থিত হলাম নতুন একটি টিউন নিয়ে।
আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি যে কারো পিসি বা লেপটপ এর পাসওার্ড খুলে লোগ ইন করতে পারবেন।
যা যা করতে হবেঃ
০১. এখান থেকে উইন্ডোজ PASSWORD BREAKER ISO ফাইলটি Download করে নিন।
০২. তারপর একটি দিয়ে বুটেবল ইউএসবি বানান বা ব্লাংক ডিস্কে বার্ন করুন।
০৩. এবার আপনার কম্পিউটারটি স্টার্ট করে BOOT এ প্রবেশ করুন।first boot device USB/CD/DVD (প্রয়োজন অনুযায়ি) select করুন।
০৪. এবার রিস্টার্ট করে boot শুরু করুন।কিছু সময় loading হবে তারপর নিচের screen টি আসবে।
০৭. আপনার user select করে password is empty তে চেক দিয়ে next এ ক্লিক করে বেরিয়ে আসুন। আপনার কাজ শেষ।
প্রিয় সেই সময়গুলি
অনেকগুলো দিন গিয়েছে চলে
অনেকটা সময় হয়েছে অতিক্রান্ত,
লাভ-লোকসানের হিসাব করে
আজ আমি বড়ই পরিশ্রান্ত!
কি হবে এই হিসেব মিলিয়ে?
কি হবে আর অঙ্ক কষে?
গুন, ভাগ আর যোগ করে
মিললো না কিছুই অবশেষে!
অতীতের পানে চেয়ে দেখি
সবকিছুই আজ স্মৃতি।
ভবিষ্যতের পানে চেয়েও তো
পেলাম না আশার জ্যোতি!
শৈশবের সেই বন্ধুদের আআর
পাই না তো খুঁজে আমি,
এখন বুঝি বাল্যবন্ধুরা ছিল
আমার কাছে কত দামী।
স্কুল প্রাঙ্গনে ছোটবেলা সবে
খেলাধূলা করেছি কত
তাই দেখে বলতো সবাই
‘এরা চঞ্চল কেন এত?’
মনে পড়ে যায় শৈশবের কথা
হাসি আনন্দের দিনগুলি-
চোখের নিমিষে হারিয়ে গেল
প্রিয় সেই সময়গুলি!
আমি রণ তূর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এমদাদুল ভাই,এটা কি ফুল ভার্সন?