আসসালামু আলাইকুম,
আশা করি ভালই আছে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা পোর্টেবল একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার পিসি তে থাকা ডুপ্লিকেট ফাইলগুলোকে ঝাটিয়ে বিদায় করতে পারবেন।
একটা ছোট History বলি। আমি মোবাইল এ প্রচুর ছবি তুলতাম এখনও তুলি। সবগুলো ছবি আমি বিভিন্ন জায়গায় কপি করে ব্যাকআপ রাখতাম।রাখতে রাখতে এমন হলে যে একি ছবি বিভিন্ন জায়গায় দুই তিন বার রেখে এমন অবস্তা করে ফেললাম যে এক জায়গায় করার সময় বুঝতেই পারছিলাম না কোন ফোল্ডার আগের কোনটা পরের, কোনটাতে সব ছবি আছে আর কোনটাতে নেই। এর পরই নেট থেকে অনেক গুলা সফটওয়্যার নামিয়েছি,ইন্সটল করেছি কিন্তু ভাল কাজ করে না। শেষে পেলাম এই সফটওয়্যারটি। এটি খুব কাজের ছোট পোর্টেবল একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটিই আজ আপনাদের সাথে শেয়ার করছি।
এই সফটওয়্যারটির সাথে থাকছে একটি পুরনাঙ্গ এবং সহজবদ্ধ টিউটোরিয়াল। যে কেউ এই টিউটোরিয়াল দেখলেই কাজটি করতে পারবেন। কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি কারন আজ হয়তো আপনার লাগবে না কিন্তু কোন একদিন হয়তো কাজে লেগে যেতে বারে। ফাইলতা যেহেতু খুব ছোট সংগ্রহ করে রাখতে দোষ কি?
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
ডাউনলোড লিংকঃ ডুপ্লিকেট ফাইল রিমোভার
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
যা যা করতে হবেঃ
নিচের ছবি গুলো অনুসরণ করুন-
এর পর দুই বার YES চাপুন;
ব্যস আপনার কাজ শেষ।
বিঃদ্রঃ প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
আশা করি সবার কাজে লাগবে।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।
আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque