আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যদিও হয়ত অনেকে ভালো নেই আজকে কারণ আজকে দুপুর থেকেই ফেসবুক সহ অনেকগুল সাইট অফ। আমি খুব সহজ একটা মেথড দেখাব যেটার মাধ্যমে আপনি এই টিউনটি পরেই আবার ফেসবুক চালাতে পারবেন।
আপনাদের সাথে আজকে খুব দারুন একটি VPN Software Share করছি। আর হ্যাঁ এটি কোন নরমাল VPN সফটওয়্যার নয় বরং এটি ব্যবহার করে অনেক দেশ (প্রায় ২৬টির মত) থেকে যে কোন ব্লক সাইট access করতে পারবেন। সফটওয়্যারটির নাম
এটি অ্যাভাস্ট কোম্পানির একটি official VPN সফটওয়্যার। তাই দেরি না করে ডাউনলোড করে নিন VPN Softwareটি। আর হ্যাঁ ডাউনলোড করে স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন। সাথে দুইটি কি দেয়া আছে যার মাধ্যমে আপনি VPN Software টি দুই বছর ফ্রি তে ব্যবহার করতে পারবেন।
আর হ্যাঁ VPN connected হলে চেষ্টা করুন একবার লগিন করে বার বার লগ আউট না করতে কারণ পরবর্তীতে আপনি যদি অন্য কোন দেশ দিয়ে আবার আপনার অ্যাকাউন্ট টি access করেন তাহলে তারা আপনাকে verify দিবে তাই চেষ্টা করুন একই দেশ থেকে connect হতে।
তো আর দেরি কেন ডাউনলোড করে নিন এই অসাধারণ সফটওয়্যারটি
আর হ্যাঁ ফেসবুকে এই সমস্যা আশা করছি খুব সিগ্রই ঠিক হয়ে যাবে। কারণ ফেসবুক এখন শুধু কোন সাইট নয় বরং এটি আমাদের জীবনের একটি অংশ বটে।
ভালো থাকুন সবাই। বিদায়।
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice post
thank you
apni kono software sars facbook babohar er jonno ei youtube video dekthe paren https://goo.gl/BmEln5
vaio thak