কেমন আছেন সবাই। ? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি।
টাইটেল দেখেই বুজে গেছেন হয়ত আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি।
সবাই জানেন হয়ত Microsoft Office তাদের নতুন Office Version Release করেছে। তেমন কোন কিছু Change করা না হলেও আগের Version এর থেকে অনেক ফাস্ট হবে Microsoft Office 2016 এবং অনেক Smoothly কাজ করা যাবে। এটি নিয়ে তেমন কিছু বলার নাই। শুধু ডাউলোড করবেন আর ইন্সটল করে Activate করবেন কিভাবে তাই দেখাবো।
যারা নতুন Version টি খুজছেন তারা হয়ত ডাউনলোড করে ফেলেছেন এতদিনে।
তবে অনেকেই হয়ত Active করতে পারেনি। তাই আজকে আমি আপনাদের দিবো কার্যকারি Activator সাথে ISO File এবং Torrent File.
আর কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন।
ডাউনলোড এবং এক্টিভেট করতে যদি কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।আশা করি কারও কোন সমস্যা হবে না।
ধন্যবাদ সবাইকে টিউনটি দেখার জন্য ।
আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com
দেখি কাজ করে কিনা, যদিও আমার কাছে আছে