আসসালামুলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন পরে টেকটিউনসস এ টিউন করতে বসলাম। অনেক দিন পর ফিরে আসালাম তাই ছোট একটি টিউন দিয়ে শুর করলাম।আজকে আপনাদের সামনে পরিচয় করাবো ছোট একটি abbreviation এর সফটওয়্যার টি। এই সফটওয়্যার এ পাবেন অনেক abbreviation। যা আপনার যে কোন সময় কাজে লাগতে পারে। যখন abbreviation এর দরকার হবে তখন এই software টি কাজে লাগাতে পারবেন।এই সফটওয়্যারে টি আমিই তৈরি করেছি।
abbreviation কি?
অ্যাব্রিবিএশন হচ্ছে একটি শব্দের অথবা ফ্রেজ এর ছোট রূপ।অ্যাব্রিবিএশন এর অনেক বড় ইতিহাস লক্ষ্য করা যায়। এটা ব্যবহার করা হয় সময় ও স্পেস বাঁচানোর জন্য। অ্যাব্রিবিএশন মূলত ইংলিশ এ ব্যবহার করা হয়।abbreviation শব্দটি এই ভাবে ও লিখা হয় abbr., abbrv. or abbrev.
abbreviation এর ইতিহাস?
ইংলিশ কে আরও উচুতে উথানের জন্য ১৫ শতক থেকে ১৭ শতক এর মধ্যে অ্যাব্রিবিএশন এর ব্যবহার বাড়তে থাকে।
ডাউনলোড করুন নিচের লিংক থেকেঃ
http://www.mediafire.com/download/15c2dcqgjqrdmn7/ABBERIVIATION_5.exe
সফল ভাবে ডাউনলোড করার পর ABBERIVIATION_5 এই নামের exe file এ click করলে নিচের ছবিটি দেখতে পারবেন।
ওকে বাটন এ click করুন।
তারপর নিচের ইমেজ এর মত screen দেখতে পারবেন।
তারপর words থেকে একটি abbreviation সিলেক্ট করুন। এইবার descritpion এ বর্ণনা দেখতে পারবেন।
menu তে অনেক রকম অপশন আছে, নিজের মত পরিবরতন করতে পারবেন। যেমন background color,fontsize পরিবরতন করতে পারবেন।
সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি সজল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভাল লাগলো